মনোনয়ন জমা দিলেন জাকের পার্টির মেয়র প্রার্থী জহিরুল আলম

সিলেট মিরর ডেস্ক


মে ২৪, ২০২৩
১২:৩০ পূর্বাহ্ন


আপডেট : মে ২৪, ২০২৩
১২:৩০ পূর্বাহ্ন



মনোনয়ন জমা দিলেন জাকের পার্টির মেয়র প্রার্থী জহিরুল আলম


সিলেট সিটি করপোরেশন নির্বাচনে জাকের পার্টি মনোনীত মেয়র প্রার্থী মো. জহিরুল আলম মনোয়ন জমা দিয়েছেন। 

আজ মঙ্গলবার (২৩ জুন) বিকালে সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা সিলেট অঞ্চল ও রিটার্নিং অফিসার ফয়সল কাদেরের হাতে তিনি মনোনয়ন জমা দেন।

মনোয়ন ফরম জমা দেওয়া শেষে গণমাধ্যমের উদ্দেশ্যে তিনি বলেন, ‘গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক ভীত মজবুত ও সুদৃঢ় করনের লক্ষ্যেই জাকের পার্টি সিটি নির্বাচনে অংশ নিচ্ছে। জাকের পার্টি সিলেট সিটির আরো উন্নয়ন চায়। আধুনিক ও মানবিক সিলেট চায়। তাই তারুণ্য নির্ভর প্রার্থী দিয়েছে জাকের পার্টি।

মনোনয়ন ফরম দাখিলের সময় জাকের পার্টি ও সহযোগী সংগঠন সিলেট মহানগর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


এএফ/০৪