সিলেট মিরর ডেস্ক
মে ২৪, ২০২৩
১২:৩০ পূর্বাহ্ন
আপডেট : মে ২৪, ২০২৩
১২:৩০ পূর্বাহ্ন
সিলেট সিটি করপোরেশন নির্বাচনে জাকের পার্টি মনোনীত মেয়র প্রার্থী মো. জহিরুল আলম মনোয়ন জমা দিয়েছেন।
আজ মঙ্গলবার (২৩ জুন) বিকালে সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা সিলেট অঞ্চল ও রিটার্নিং অফিসার ফয়সল কাদেরের হাতে তিনি মনোনয়ন জমা দেন।
মনোয়ন ফরম জমা দেওয়া শেষে গণমাধ্যমের উদ্দেশ্যে তিনি বলেন, ‘গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক ভীত মজবুত ও সুদৃঢ় করনের লক্ষ্যেই জাকের পার্টি সিটি নির্বাচনে অংশ নিচ্ছে। জাকের পার্টি সিলেট সিটির আরো উন্নয়ন চায়। আধুনিক ও মানবিক সিলেট চায়। তাই তারুণ্য নির্ভর প্রার্থী দিয়েছে জাকের পার্টি।
মনোনয়ন ফরম দাখিলের সময় জাকের পার্টি ও সহযোগী সংগঠন সিলেট মহানগর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এএফ/০৪