প্রধানমন্ত্রীকে হুমকিদাতার বিরুদ্ধে সিলেটে থানায় অভিযোগ

নিজস্ব প্রতিবেদক


মে ২৩, ২০২৩
০১:৫৬ পূর্বাহ্ন


আপডেট : মে ২৩, ২০২৩
০১:৫৬ পূর্বাহ্ন



প্রধানমন্ত্রীকে হুমকিদাতার বিরুদ্ধে সিলেটে থানায় অভিযোগ


প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হুমকি দেওয়ার ঘটনায় রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদের বিরুদ্ধে সিলেটে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। 

আজ সোমবার (২২ মে) সিলেটের কোতোয়ালি অভিযোগটি করেন মুক্তিযুদ্ধ মঞ্চ সিলেটের সাধারণ সম্পাদক ইমন ইবনে সাম্রাজ (ইমন আহমদ)। 

অভিযোগে বলা হয়েছে, ‘আইন বলে প্রতিষ্ঠিত সরকার ও সরকার প্রধানের বিরুদ্ধে এ ধরণের বক্তব্য রাষ্ট্রদ্রোহিতার শামিল। দেশের মানুসের জানমালের নিরাপত্তার স্বার্থে ও শান্তি শৃঙ্খলা পরিস্থিতি নস্যাতের ষড়যন্ত্র রুখতে এই দেশদ্রোহী আসামীর বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন বিধায় আমি দেশের একজন সচেতন নাগরিক হিসেবে এবং বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ, সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক হিসেবে আমার দলের সিনিয়র নেতৃবৃন্দের সাথে বিষয়টি আলাপ আলোচনা করে আসামী আবু সাঈদ চাঁদ এর বিরুদ্ধে ১৮৬০ সনের পেনাল কোডের ১২৪(ক)/৫০৬ ধারায় অভিযোগ আনায়ন করেছি।

থানায় অভিযোগ দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ। তিনি কালের কণ্ঠকে বলেন, ‘প্রধানমন্ত্রী হত্যার হুমকির ঘটনায় একজন অভিযোগ করেছেন। মামলা হয়নি এখনো। আমরা অভিযোগ পাওয়ার পর এ বিষয়ে আমাদের বিভিন্ন উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা চলছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়া দিন।’

তিনি বলেন, ‘নগরের কুয়ারপাড় এলাকার বাসিন্দা ইমন নামে একজন অভিযোগটি করেছেন। তিনি নিজেকে মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদক পরিচয় দিয়েছেন।’

এদিকে আবু সাঈদকে গ্রেপ্তারের দাবিতে সিলেটে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।


এএফ/০১