সিলেট মিরর ডেস্ক
মে ২২, ২০২৩
০১:৫০ পূর্বাহ্ন
আপডেট : মে ২৩, ২০২৩
০২:২৭ পূর্বাহ্ন
জাতীয় পার্টি থেকে বহিস্কার করা হয়েছে দলের কেন্দ্রীয় সদস্য মাহবুবুর রহমান চৌধুরীকে। ‘দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে’ জাপা চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপির স্বাক্ষরিত আদেশে তাঁকে বহিষ্কার করা হয়।
আজ রবিবার (২১ মে) জাপা চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের স্বাক্ষরিত বহিষ্কারাদেশে বলা হয়. ‘গত ৫ মে দলীয় শৃঙ্খলাবিরোধী কার্যক্রমে জড়িত থাকার অপরাধে পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু এমপি কর্তৃক কারণ দর্শানো নোটিশের জবাব সন্তোষজনক না হওয়ায় জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য মাহবুবুর রহমান চৌধুরীকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে পার্টির প্রাথমিক সদস্য পদসহ দলীয় সকল পদ-পদবী থেকে অব্যাহতি প্রদান করা হলো। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।’
মাহবুবুর রহমান সিসিক নির্বাচনে জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তবে গত ৪ মে দল মনোনয়ন দেয় শিল্পপতি মো. নজরুল ইসলাম বাবুলকে। বাবুল সিলেট মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক ও কেন্দ্রীয় কমিটির সদস্য। কিন্তু এ মনোনয়ন দেওয়াকে অবৈধ দাবি করে পরদিন সংবাদ সম্মেলন করেন মাহবুবুর রহমান।
সেখানে তিনি বলেন, ‘আমি সিলেট জেলা জাতীয় পার্টির সাবেক সহসভাপতি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছি। ২০১৮ সালে সিলেট-১ আসন থেকে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে লাঙ্গল প্রতীক নিয়ে সংসদ নির্বাচন করেছি। বিগত দিনে সিলেটের মানুষের সুখে-দুঃখে পাশে থেকেছি। আর সেই তাগিদে আমি এবার সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে প্রার্থী হওয়ার লক্ষ্যে এক বছর আগে থেকেই সিলেটে কার্যক্রম শুরু করি। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়- টাকার কাছে ফিকে হয়ে পড়েছে একজন রাজনীতিকের স্বপ্ন। এবার সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে জাতীয় পার্টির মনোনয়ন বাণিজ্য হয়েছে। প্রায় কোটি টাকার বিনিময়ে আমার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে জাতীয় পার্টির টিকিট।’
সেদিন তিনি সিলেট সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী মনোনয়ন পুনর্বিবেচনার দাবি জানান এবং এ বিষয়ে দলের প্রধান পৃষ্ঠপোষক ও হুসেইন মুহম্মদ এরশাদের স্ত্রী রওশন এরশাদের দৃষ্টি আকর্ষণ করে তাঁর কাছে বিচারও দেন।
কিন্তু তার প্রতিক্রিয়া হিসেবে দল থেকে বহিষ্কার হয়েছেন জাতীয় পার্টির এই কেন্দ্রীয় নেতা।
এএফ/০২