এবার সিসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন সাবেক কাউন্সিলর সৈয়দ মিসবাহ

সিলেট মিরর ডেস্ক


মে ২২, ২০২৩
১২:৩৯ পূর্বাহ্ন


আপডেট : মে ২২, ২০২৩
১২:৩৯ পূর্বাহ্ন



এবার সিসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন সাবেক কাউন্সিলর সৈয়দ মিসবাহ


সিলেট সিটি করপোরেশন নির্বাচন থেকে এবার সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন ২২নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী সিলেট মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক সৈয়দ মিসবাহ উদ্দিন।  মেয়র আরিফুল হক চৌধুরীর নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তের একদিনের মাথায় এই বিএনপি নেতাও সরলেন। সৈয়দ মিসবাহ সিসিকের সাবেক একাধিকবারের ওয়ার্ড কাউন্সিলর ও সিলেট পৌরসভার সাবেক ওয়ার্ড কমিশনার। 

আজ রবিবার (২১ মে) পরামর্শ সভার আয়োজন করেন ওয়ার্ডের মুরব্বিদের সঙ্গে কথা বলে তিনি এ সিদ্ধান্ত ঘোষণা দেন।

এসময় উপস্থিত ছিলেন সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী,মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন,সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী ও মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক সৈয়দ মঈন উদ্দিন সোহেল প্রমুখ।

দলের সিদ্ধান্তের প্রতি আনুগত্য প্রদর্শন করে নির্বাচন না করার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান এই বিএনপি নেতা। 


এএফ/০১