উকিল আব্দুস সাত্তার বনতে চান না মেয়র আরিফ

নিজস্ব প্রতিবেদক


মে ২১, ২০২৩
১২:০৫ পূর্বাহ্ন


আপডেট : মে ২১, ২০২৩
১২:০৫ পূর্বাহ্ন



উকিল আব্দুস সাত্তার বনতে চান না মেয়র আরিফ


সিসিক নির্বাচনে অংশগ্রহণ না করার ঘোষণা দিয়ে মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, ‘আপনারা এক জায়গায় ভোট দিবেন ভোট অন্য জায়গায় চলে যাবে, আমি কীভাবে নির্বাচন করব।’ তাঁকে উকিল আব্দুস সাত্তার বানোনোর চেষ্টা চলছে জানিয়ে এসময় তিনি বলেন, ‘অনেকেই আমাকে উকিল আব্দুস সাত্তার বানানোর চেষ্টা করেছেন। কিন্তু আমি সেই সুযোগ কাউকে দিতে চাই না। বর্তমান সরকারের অধীনে কোনো নির্বাচন করার পরিবেশ নেই।’ তিনি ইভিএম পদ্ধতিকে 'ভোট ডাকাতির আয়োজন' বলে উল্লেখ করেন।

আজ শনিবার (২০ মে) সিলেট নগরের ঐতিহাসিক রেজিস্ট্রি মাঠে নাগরিক সমাবেশ আয়োজন করে নির্বাচনে অংশ না নেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দেন মেয়র আরিফুল হক।

সমাবেশের আগে মেয়র বাসা থেকে হেঁটে হযরত শাহজালাল (র.)-এর মাজারে যান। মাজার জেয়ারত শেষে পায়ে হেটে নেতা-কর্মীদের নিয়ে রেজিস্ট্রি মাঠে পৌঁছান।

বিএনপি নির্বাচনে না গেলেও গত এক মাস ধরে মেয়র প্রার্থী হবেন কিনা তা নিয়ে ধোয়াশা তৈরি করে রাখেন আরিফুল হক চৌধুরী। অবশেষে শনিবার নাগরিক সভাবেশে আরিফুল হক সিলেট সিটি নির্বাচনে প্রার্থী না হওয়ার ঘোষণা দিলেন। 

তফসিল অনুযায়ী, সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২১ জুন। নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৩ মে, বাছাই ২৫ মে। আপিল কর্তৃপক্ষের কাছে আপিল দায়েরের শেষ সময় ২৮ মে। আর আপিল কর্তৃপক্ষের আপিল নিষ্পত্তির শেষ সময় ৩১ মে। প্রত্যাহারের শেষ সময় ১ জুন, প্রতীক বরাদ্দ ২ জুন।


এএফ/০২