নিজস্ব প্রতিবেদক
মে ২০, ২০২৩
০৭:১২ অপরাহ্ন
আপডেট : মে ২০, ২০২৩
০৭:১২ অপরাহ্ন
অবশেষে সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রার্থী হচ্ছেন সিলেট পৌরসভার সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা বাবরুল হোসেন বাবুল। স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি নির্বাচন করবেন বলে জানা গেছে। এ লক্ষ্যে আজ-কালকের মধ্যে তিনি দেশে আসছেন বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে।
এক সময়ের আলোচিত এই নেতা সিলেটের রাজনীতির মাঠে ‘দক্ষ খেলোয়াড়’ হিসেবে পরিচিত। দীর্ঘদিন থেকে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। মাঝেমধ্যে দেশে আসেন আবার ফিরে যান। তফসিল ঘোষণার পরও নির্বাচণী মাঠে না থাকলেও পারিপার্শ্বিক অবস্থা বিবেচনায় এবং শুভাকাঙ্খি-সমর্থকদের দাবির পরিপ্রেক্ষিতে তিনি মেয়র পদে প্রার্থী হচ্ছেন বলে তার ঘনিষ্টজনরা জানিয়েছেন।
বাবরুল হোসেন বাবুল সিলেট পৌরসভার দুইবারের চেয়ারম্যান ও সদর উপজেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যানও ছিলেন বাবুল। উনসত্তরের গণআন্দোলনের ছাত্রনেতা বাবুল এবার সিটি নির্বাচনে নতুন কৌশলে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতায় মাঠে নামতে চান বলে জানিয়েছেন তাঁর ঘনিষ্ঠজনরা।
সিটি নির্বাচনে মেয়র পদে বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরী প্রার্থী হবেন কি-না সেটি আজ ষ্পষ্ট করবেন। এজন্য আরিফ আজ নগরের রেজিষ্ট্রারি মাঠে নাগরিক সমাবেশের আয়োজন করেছেন। ধারণা করা হ্েচছ আজকের সমাবেশে আরিফ নির্বাচনে প্রার্থী না হওয়ার ঘোষনা দেবেন। বিএনপি নেতা বর্তমান মেয়র আরিফ প্রার্থ না হলে বাবরুল হোসেন বাবুল প্রার্থী হবেন এটা প্রায় নিশ্চিত।
জানা গেছে,নির্বাচনে অংশ নিতে বাবুল যুক্তরাষ্ট্র থেকে দেশের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন। তিনি তাঁর শুভাকাঙ্খিদের বলেছেন, এই পৌরসভার সম্মানজনক চেয়ারটিতে নগরের মানুষের ভালোবাসা নিয়ে দুইবার বসেছি এবং তখন মানুষ ভোট দিয়েছে ভয়-ভীতি শঙ্কাহীন অবস্তায় নাগরিক অধিকার ও প্রার্থীর প্রতি শ্রদ্ধা ভালোবাসা নিয়ে। তিনি বলেন, দলের বা নেতাকর্মীদের প্রার্থী হিসেবে নয় জনগণের অন্তরের ভালোবাসার প্রার্থীকে নগরীর মানুষ ভোট দিয়েছে কিন্তু এখন যা হয় সেটা চিন্তার করতেও খারাপ লাগে। জমিতে হাল দিবে একজন বা একাধিকজন কিন্তু ফসল তুলবে ফসল ফলাতেও ছিন না এমন কেউ এটা হতে পারে না।
একাত্তরের মহান মুক্তিযুদ্ধের ৪নং সেক্টরের সাব সেক্টর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা বাবরুল হোসেন বাবুল সিলেটের মানুষের দাবি-দাওয়া আদায়ে প্রথম সারিতে নেতৃত্ব দিয়েছেন দীর্ঘদিন। এবার সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে লড়ে আবারও নগরের দায়িত্ব নিতে চান তিনি।