আরিফুল হকের সমাবেশ মঞ্চের প্যান্ডেল তৈরিতে পুলিশের বাধা

নিজস্ব প্রতিবেদক


মে ১৯, ২০২৩
০৯:৫৯ অপরাহ্ন


আপডেট : মে ২০, ২০২৩
০২:১৪ পূর্বাহ্ন



আরিফুল হকের সমাবেশ মঞ্চের প্যান্ডেল তৈরিতে পুলিশের বাধা

সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর পূর্ব ঘোষিত ২০ মে’র সমাবেশের জন্য প্যান্ডেল তৈরিতে বাধা দিয়েছে পুলিশ। শুক্রবার বিকেল প্যান্ডেল তৈরিতে বাধা দেওয়ার খবর পেয়ে সেখানে গিয়ে অবস্থান গ্রহণ করেছেন মেয়র আরিফ।

জানা গেছে, গত সপ্তাহ তিনেক আগে আরিফুল হক ঘোষণা দিয়েছিলেন ২০ মে তিনি রেজিস্ট্রারি মাঠে সিসিকের ৪২টি ওয়ার্ডের মুরব্বি ও নাগরিকবৃন্দকে ডেকে তাদের সামনে নির্বাচনে অংশগ্রহণ করবেন কিনা সে বিষয় স্পষ্ট করবেন বলে জানান।

সমাবেশের আগের দিন শুক্রবার তার পক্ষ থেকে রেজিস্ট্রারি মাঠে প্যান্ডেল নির্মাণ করতে গেলে পুলিশ তাতে বাধা দেয়। খবর পেয়ে আরিফুল হক চৌধুরী সেখানে গিয়ে অবস্থান নেন। তিনি একটি চেয়ারে নিয়ে ঘটনাস্থলে বসে পড়েন।

মেয়র আরিফ বলেন, ‘আমি আজ থেকে ২০-২৫ দিন আগে থেকে বারবার বলছি, নির্বাচন নিয়ে আমার অবস্থান আমি পরিষ্কার করব রেজিস্ট্রারি মাঠে আগামীকাল বিকেল তিনটায়। এখানে কোনো রাজনৈতিক দলের হিসেবে নয়, দলমতের ঊর্ধ্বে উঠে আমি এ নগরের মানুষকে সেবা দিয়েছি। নগরবাসীকে আমি আমার অবস্থান স্পষ্ট করতে চাই। পত্রপত্রিকায় সংবাদ আপনারা দেখেছেন। আমি তেমনি মহানগর পুলিশ কমিশনার, নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছি তিন দিন আগে। তারা আমাকে কিছু জানাননি।’

শনিবার আবহাওয়া বৈরী থাকার শঙ্কা রয়েছে জানিয়ে তিনি বলেন, ‘আগামীকাল (শনিবার) আবহাওয়া খারাপ থাকবে। বৃষ্টির শঙ্কা থাকায় আমি প্যান্ডেল বাঁধতে চেয়েছিলাম। এখন তারা (পুলিশ) আমাকে বলছেন না আপনি এখানে করতে পারবেন না নিষেধ আছে। আমাকে আগে অগত করেনি। এখন আমি এ নগরের মেয়র হিসেবে যদি আমার জনগণকে এটা বলতে পারি না? আমি এখানে বসে গেলাম-অবস্থান নিলাম। দেখি কি হয়।’

এ বিষয়ে যোগাযোগ করা হলে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (গণমাধ্যম) সুদিপ দাস বলেন, ‘উনি আমাদের অবহিতকরণ পত্র দিয়েছিলেন। তবে সার্বিক দিক বিবেচনায় আমরা সমাবেশ না করতে বলেছি।’

আরসি-০১