ধর্মপাশা প্রতিনিধি
মে ১৯, ২০২৩
০১:০২ পূর্বাহ্ন
আপডেট : মে ১৯, ২০২৩
০১:০৩ পূর্বাহ্ন
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের চান্দালীপাড়া গ্রামের সামনের সড়ক থেকে আজ (১৭ মে) বৃহস্পতিবার দুপুরে আলী হোসেন (৩৫) নামের এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে মধ্যনগর থানা পুলিশ।
মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মো.জাহিদুল হক বলেন, ‘উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের চান্দালীপাড়া গ্রামের বাসিন্দা আলী হোসেনের বিরুদ্ধে ২০১৯সালে নেত্রকোনার কলমাকান্দা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়। মামলা নম্বর ৮। এই মামলায় নেত্রকোনা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তাকে এক বছরের সশ্রম কারাদণ্ড দেন। তিনি এতদিন পলাতক ছিলেন।বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে উপজেলার চান্দালীপাড়া গ্রামের সামনের সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।’
তাকে বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে তিনি জানান।
এসএ/০২