মাওলানা মুহিব্বুল হকের জানাযায় মানুষের ঢল, দাফন সম্পন্ন

সিলেট মিরর ডেস্ক


মে ১৮, ২০২৩
০৯:৪৭ অপরাহ্ন


আপডেট : মে ১৯, ২০২৩
০১:৫৪ পূর্বাহ্ন



মাওলানা মুহিব্বুল হকের জানাযায় মানুষের ঢল, দাফন সম্পন্ন


সিলেটের শীর্ষ আলেম, জামিয়া কাসিমুল উলূম দরগাহ হযরত শাহজালাল (র.) সিলেটের মুহতামিম শায়খুল হাদিস আল্লামা মুহিব্বুল হকের (গাছবাড়ী) জানাযা সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (১৮ মে) দুপুর আড়াইটায় নগরীর শাহী ঈদগাহ ময়দানে তাঁর জানাযা অনুষ্ঠিত হয়। জানাযার নামাজে ইমামতি করেন তাঁর বড় ছেলে জামেয়া কাসিমুল উলুম দরগাহ মাদরাসার মুহাদ্দিস মাওলানা এনামুল হক জুনাইদ।

জানাযার নামাজ পূর্ববর্তী স্মৃতিচারণে বক্তব্য রাখেন কওমি মাদ্রাসা বোর্ড আযাদ দ্বীনী এদারায়ে তালিম বাংলাদেশ এর সভাপতি ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি আল্লামা শায়খ জিয়া উদ্দিন, পূর্ব সিলেট আযাদ দ্বীনী এদারার সভাপতি আলিমুদ্দিন দুর্লভপুরী, শায়খুল হাদীস মাওলানা আহমদ আলী, বারিধারা মাদ্রাসার শায়খুল হাদীস মাওলানা উবায়দুল্লাহ ফারুক, দরগাহ মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা সালেহ আহমদ জকিগঞ্জী, এডভোকেট আব্দুর রাকিব, ভার্থখলা মাদ্রাসার মুহতামিম মাওলানা মজদুদ্দিন আহমদ, সিলেট সরকারি আলিয়া মাদরাসার অধ্যক্ষ মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা ইউসুফ খাদিমানী, মাওলানা আনওয়ার, হেফাজতের নেতা আব্দুল কাইয়ূম সোবহান, সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমেদ, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী, আযাদ দ্বীনী এদারার মহাসচিব শায়খ আব্দুল বছির, সাবেক সাংসদ এডভোকেট মাওলানা শাহীনূর পাশা চৌধুরী, পররাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা শফিউল আলম জুয়েল, মুফতি ফয়জুল ইসলাম, মাওলানা ফখরুজ্জামান আলমনগরী, মেয়র প্রার্থী মাওলানা মাহমুদুল হাসান, জেলা পরিষদের সদস্য মাওলানা মুসাদ্দিক আহমদসহ উলামা-মাশায়েখ, রাজনৈতিক, সামাজিক অঙ্গনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নামাজে লাখো মানুষের ঢল নামে। ঈদগাহ ময়দানে জায়গা সংকুলান না হওয়ায় আশপাশের রাস্তাগুলো বন্ধ করে সেখানে জানাযার নামাজ আদায় করেন মানুষ। শেষে হযরত শাহজালাল (র.) মাজার কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

এর আগে বুধবার (১৭ মে) সন্ধ্যায় জামিয়া কাসিমুল উলূম দরগাহ হযরত শাহজালাল (র.) সিলেট- এ নিজের অফিস কক্ষে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আল্লামা মুহিব্বুল হক। তাৎক্ষণিক তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি স্ত্রী, তিন ছেলে ও চার মেয়েসহ অজস্র ছাত্র-শিক্ষক, ভক্তবৃন্দ ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।


এসই/০৮