আওয়ামী লীগ নেতা নুরুল হক মঞ্জুর সপ্তম মৃত্যুবার্ষিকী আজ

সিলেট মিরর ডেস্ক


মে ১৮, ২০২৩
০৮:৫৩ অপরাহ্ন


আপডেট : মে ১৮, ২০২৩
০৯:২২ অপরাহ্ন



আওয়ামী লীগ নেতা নুরুল হক মঞ্জুর সপ্তম মৃত্যুবার্ষিকী আজ

সিলেট জেলা আওয়ামী লীগ নেতা ও ক্রীড়া সংগঠক নুরুল হক মঞ্জুর সপ্তম মৃত্যুবার্ষিকী আজ। ২০১৬ সালের এই দিনে তিনি মৃত্যু বরণ করেন।

প্রয়াত নুরুল হক মঞ্জু ছিলেন সিলেট জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। পরবর্তীতে তিনি সিলেট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছিলেন।

ছাত্র জীবন থেকে রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন তিনি। ১৯৬৯ সালে এমসি কলেজ ছাত্র সংসদের প্রথম কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন তিনি। পরে ১৯৭২ সালে সহ-সভাপতি নির্বাচিত হন। সে বছরই তিনি জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন।

১৯৮২ সালে প্রয়াত এই আওয়ামী লীগ নেতা  উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়াই করেছিলেন।

প্রয়াত এই আওয়ামী লীগ নেতা ছিলেন একজন ক্রীড়া সংগঠকও। দায়িত্ব পালন করেছেন সিলেট জেলা ক্রীড়া সংস্থার সদস্য পদেও। এছাড়া বালাগঞ্জ উপেজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ছিলেন। সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন সিলেট চেম্বার অব কমার্সেরও।

এছাড়া শিক্ষানুরাগী ছিলেন তিনি। মঙ্গলচণ্ডি নিশিকান্ত উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও তাজপুর ডিগ্রি কলেজের ব্যবস্থাপনা কমিটির সাবেক সভাপতি ছিলেন তিনি।

প্রয়াত আওয়ামী লীগ নেতা নুরুল হক মঞ্জুর ৭ম মৃত্যু বার্ষিকীতে পরিবারের পক্ষ থেকে দোয়া কামনা করা হয়েছে।