নিজস্ব প্রতিবেদক
মে ১৮, ২০২৩
০১:৩৬ পূর্বাহ্ন
আপডেট : মে ১৮, ২০২৩
০৫:৪৬ অপরাহ্ন
বরেণ্য আলেমে দ্বীন শায়খুল হাদিস মাওলানা মুফতি মুহিব্বুল হকের (গাছবাড়ি) জানাজার সময় চূড়ান্ত করা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার বেলা ২টা ৩০ মিনিটে সিলেটের ঐতিহ্যবাহী শাহী ঈদগাহ ময়দানের তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।
বিষয়টি নিশ্চিত করেছেন জামিয়া কাসিমুল উলূম দরগাহর শিক্ষক মাওলানা জুনাঈদ কিয়ামপুরী।
জামেয়া ক্বাসিমুল উলুম দরগাহ’র মুহতামিম, বাংলাদেশ উলামা পরিষদের সভাপতি, আযাদ দ্বীনী এদারায়ে তা’লীম বাংলাদেশ শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক, বরেণ্য আলেমে দ্বীন শায়খুল হাদিস মাওলানা মুফতি মুহিব্বুল হক (গাছবাড়ি) আজ বুধবার (১৭ মে) সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের দিকে দরগাহ মাদরাসায় নিজ বিশ্রামকক্ষে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর।
মাওলানা মুহিব্বুল হক গাছবাড়ি ১৯৪৫ সালের ৬ ডিসেম্বর সিলেটের কানাইঘাট উপজেলার ফখেরচটি গ্রামে জন্মগ্রহণ করেন।
মাওলানা মুহিব্বুল হক বর্তমানে জামিয়া কাসিমুল উলূম দরগাহ হযরত শাহজালাল রহ. সিলেট - এর মুহতামিম ও শায়খুল হাদিসের দায়িত্ব পালন করেছেন। এছাড়ও তিনি হেফাজতে ইসলাম সিলেট জেলার সভাপতি, কওমি মাদরাসা শিক্ষাবোর্ড আযাদ দ্বীনী এদারায়ে তালিম বাংলাদেশ -এর পরীক্ষা নিয়ন্ত্রক এবং বাংলাদেশের কওমি মাদরাসাগুলোর সর্বোচ্চ অথরিটি আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ’র সদস্যের দায়িত্ব পালন করেন।
এএফ/০৫