জৈন্তাপুরে ট্রাক-পিকআপ সংঘর্ষ নিহত ২

নিজস্ব প্রতিবেদক


মে ১৭, ২০২৩
০৯:২৬ অপরাহ্ন


আপডেট : মে ১৭, ২০২৩
০৯:২৮ অপরাহ্ন



জৈন্তাপুরে ট্রাক-পিকআপ সংঘর্ষ নিহত ২


সিলেটের জৈন্তাপুর উপজেলার সিলেট-তামাবিল মহাসড়কে ট্রাক ও পিকআপের মধ্যে মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো একজন। 

আজ বুধবার (১৭ মে) দুপুর ১২টার মহাসড়কের কাটাগং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন উপজেলার হেলিরাই (লুৎমাইল) গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে নূরুল ইসলাম (৪৫) ও একই গ্রামের মৃত ইউছুফ মিয়ার ছেলে ছায়াদ আহমদ(৩৫)। আহত পিকআপ চালক উপজেলার তেলিজুরী গ্রামের রায়হান (৪০)। 

স্থানীয় সূত্রে জানা গেছে, সিলেট থেকে জৈন্তাপুর অভিমুখে পাঁচটি গরু বোঝাই করে যাচ্ছিল এইচপিকআপ গাড়ি। কাটাগং এলাকায় আসামাত্র সিলেটগামী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুইজন নিহত হন এবং পিকআপ চালক আহত হন। 

দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক মোড়াল। তিনি সিলেট মিরর-কে বলেন, ‘আহতকে উদ্ধার করে চিকিৎসার জন্য সিলেটে প্রেরণ করা হয়েছে। নিহতের লাশ পরিবার উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

এএফ/০২