শাহজালাল বিশ্ববিদ্যালয়ে মধ্যরাতে অগ্নিকাণ্ড

নিজস্ব প্রতিবেদক


মে ১৭, ২০২৩
০৮:০৪ পূর্বাহ্ন


আপডেট : মে ১৭, ২০২৩
১১:৩৪ অপরাহ্ন



শাহজালাল বিশ্ববিদ্যালয়ে মধ্যরাতে অগ্নিকাণ্ড


সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত রাত একটা ৫০ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ভবনের একটি কক্ষে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

জানা গেছে, রাত একটা ৫০ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ভবনের ১২৭নং কক্ষে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। সেখানে একটি রিসার্চ ল্যাবেরটরি ছিল। 

প্রথমে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তারক্ষীরা অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে আগুন প্রাথমিকভাবে নিয়ন্ত্রণে আনেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দল রাত আড়াইটার দিকে ঘটনাস্থলে গিয়ে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে।

অগ্নিকাণ্ডের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শাবিপ্রবির প্রক্টর অধ্যাপক ড. মো. কামরুজ্জামান চৌধুরী। তিনি বলেন, ‘ক্ষয় ক্ষতির পরিমাণ এই মুহূর্তে বলা যাচ্ছে না। তবে আগুন কক্ষের মধ্যেই ছিল।’

এএফ/০১