সিলেটে হঠাৎ দমকা হাওয়া ও ঝড়ে স্থাপনা বিধ্বস্ত

নিজস্ব প্রতিবেদক


মে ১৭, ২০২৩
০২:২৪ পূর্বাহ্ন


আপডেট : মে ১৭, ২০২৩
০২:২৪ পূর্বাহ্ন



সিলেটে হঠাৎ দমকা হাওয়া ও ঝড়ে স্থাপনা বিধ্বস্ত


সিলেটের ওপর দিয়ে ঝড়বৃষ্টিসহ দমকা হাওয়া বয়ে গেছে। এ সময় বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল ৭৫ কিলোমিটার। বৃষ্টিপাত হয়েছে ৫৯ মিলিমিটার। এতে নগরের বিভিন্ন এলাকায় একাধিক কাঁচা ঘর উড়ে যাওয়ার খবর পাওয়া গেছে। তবে কেউ হতাহতের খবর পাওয়া যায়নি।

জানা গেছে, আজ বিকেলে আড়াই ঘণ্টার বৃষ্টিপাত ও ঝড়ো হাওয়ায় নগরের বিভিন্ন এলাকায় আধা কাঁচা ও কাঁচা স্থাপনা বিধ্বস্ত হয়েছে। এর মধ্যে নগরের মহাজনপট্টি এলাকায় একটি বস্তি বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া গেছে। মহাজনপট্টির কামরান ব্যাচেলর কোয়ার্টারের পাশে রমজান আলীর কলোনি নামের ওই বস্তিতে ১২টি ঘরের টিনের চাল উড়িয়ে নিয়ে যায় দমকা হাওয়া। এর মধ্যে কয়েকটি ঘরের ক্ষয়ক্ষতি হয়েছে বেশি।

বিষয়টি নিশ্চিত করে রমজান আলী বলেন, ‘বিকেল ৫টার দিকে ঝড়ে কলোনির টিনের চাল উড়িয়ে নিয়ে গেছে। ঘর এবং ঘরের ভেতরের মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কেউ আহত হয়নি এটা বড় কথা।’

একইভাবে নগরের মিরাবাজার এলাকার একটি দোকান উড়িয়ে নিয়ে পাশে খোলা জায়গায় ফেলেছে ঝোড়ো হাওয়া। এতে বিপদে পড়েছেন দোকানি আলমন মিয়া। তিনি বলেন, ‘ঝড়ে দোকান ছাদসহ উঠিয়ে নিয়ে গেছে। দোকানের মালামালের ক্ষতি হয়েছে। আজকের জন্য ব্যবসা শেষ। এখন মালিকের অপেক্ষা করছি। তিনি এলে দোকান মেরামতের কাজ শুরু করতে হবে।’

আবহাওয়া অফিস সিলেট সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত ৩ ঘণ্টার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর মধ্যে বিকেলে আড়াই ঘণ্টার মতো বৃষ্টিপাত হয়েছে। বৃষ্টিপাতের পরিমাণ ছিল ৫৯ মিলিমিটার।

সিলেট আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ শাহ্ মোহাম্মদ সজিব হোসেন বলেন, ‘সিলেটের ওপর দিয়ে অস্থায়ী দমকা হাওয়া বয়ে গেছে। এ সময় বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল ৭৫ কিলোমিটার (৪২ নর্থকে)। প্রতি ঘণ্টায় গতিবেগ ছিল ৭০ থেকে ৭৫ কিলোমিটার।’ 

রাতে বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে বলে তিনি জানান। সূত্র: কালের কণ্ঠ