ধর্মপাশায় বিশ্ব মা দিবস উপলক্ষ্যে শোভাযাত্রা ও আলোচনা সভা

ধর্মপাশা প্রতিনিধি


মে ১৫, ২০২৩
০২:১৯ পূর্বাহ্ন


আপডেট : মে ১৫, ২০২৩
০২:১৯ পূর্বাহ্ন



ধর্মপাশায় বিশ্ব মা দিবস উপলক্ষ্যে শোভাযাত্রা ও আলোচনা সভা


সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায়   বিশ্ব মা দিবস উদযাপন  উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে গতকাল রবিবার সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে দিবসটি উপলক্ষে এক শোভাযাত্রা যাত্রা বের হয়। পরে উপজেলা পরিষদ গণমিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্টিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকন।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাহিমা খানমের সঞ্চালনে অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইয়াসমিন আক্তার,  পাইকুরাটি ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক ইকবাল, ধর্মপাশা সদর ইউপি চেয়ারম্যান জুবায়ের পাশা হিমু, সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউপি চেয়ারম্যান মোকাররম হোসেন, সেলবরষ ইউপি চেয়ারম্যান গোলাম ফরিদ খোকা, সিনিয়র সাংবাদিক সালেহ আহমদ, বেসরকারি সংস্থা পারির যোগাযোগ উন্নয়ন কর্মকর্তা বিদ্যুৎ ম্যাংসাং প্রমুখ।

এসএ০১/এসই১০