সিলেটে মোখা'র প্রভাব মোকাবেলায় প্রস্তুত জেলা প্রশাসন

সিলেট মিরর ডেস্ক


মে ১৪, ২০২৩
১০:১৪ অপরাহ্ন


আপডেট : মে ১৪, ২০২৩
১০:১৪ অপরাহ্ন



সিলেটে মোখা'র প্রভাব মোকাবেলায় প্রস্তুত জেলা প্রশাসন

উত্তর-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত অতিপ্রবল ঘূর্ণিঝড় “মোখা” এর প্রভাবে চট্টগ্রাম, সিলেট ও বরিশাল বিভাগে ভারী (৪৪-৪৮ মিমি) থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। অতি ভারী বর্ষণের প্রভাবে পাহাড় ও টিলার পাদদেশে নদীর তীরবর্তী স্থানে ভূমিধ্বস হওয়ার সম্ভাবনা রয়েছে। 

সহকারী কমিশনার আহসানুল আলম সাক্ষরিত সিলেট জেলা প্রশাসনের পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়- ঘূর্ণিঝড় “মোখা” এর প্রভাবে সম্ভাব্য দুর্যোগ মোকাবেলায় প্রয়োজনীয় প্রস্তুতির লক্ষ্যে আজ সকাল ১১:০০ ঘটিকায় জেলা প্রশাসকের কার্যালয়, সিলেটের  সম্মেলনকক্ষে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসক, সিলেট জনাব মোঃ মজিবর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পুলিশ সুপার, সিলেট, সিভিল সার্জন এর  প্রতিনিধি, সিলেট, এসএমপি প্রতিনিধি, অধিনায়ক, ৪৮-বিজিবি, নির্বাহী প্রকৌশলী, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, উপপরিচালক, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, মহানগর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব মাসুক উদ্দিন আহমে, উপজেলা চেয়ারম্যানবৃন্দ এবং অন্যান্য সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তাগণ দুর্যোগ পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজনীয় প্রস্তুতি সম্পর্কে তাদের বক্তব্য উপস্থাপন করেন।

ঝুঁকিপূর্ণ স্থানে বসবাসকারী লোকদের জানমালের ক্ষয়ক্ষতির রোধে জরুরিভিত্তিতে স্ব স্ব উপজেলায় পাহাড় ও টিলার পাদদেশ এবং নদী তীরবর্তী ঝুঁকিপূর্ণ স্থানে বসবাসকারী লোকদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে এবং জনগণের মধ্যে সচেতনতা তৈরির লক্ষ্যে মাইকিং এর মাধ্যমে প্রয়োজনীয় প্রচারণা চালাতে উপজেলা নির্বাহী অফিসারগণকে নির্দেশনা প্রদান করা হয়েছে ।

 এছাড়া, আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখার জন্য উপজেলা নির্বাহী অফিসারগণকে নির্দেশনা প্রদান করা হয়েছে। সম্ভাব্য  দুর্যোগ পরিস্থিতি মোকাবেলায় ১৩ টি উপজেলায় জিআর নগদ অর্থ ১ লক্ষ টাকা হারে মোট ১৩ লক্ষ টাকা এবং পৌরসভা এবং উপজেলা পর্যায়ে ১৬৩ মেট্রিক টন জিআর  চাল বরাদ্দ দেওয়া হয়েছে। দুর্যোগকালীন আশ্রয়কেন্দ্রে অবস্থানকারীদের মধ্যে প্রয়োজনীয় খাবার বিতরণের জন্য উপজেলা নির্বাহী অফিসারগণকে পরামর্শ দেওয়া হয়েছে।

প্রতিটি উপজেলার জন্য মেডিকেল টিম গঠন করা হয়েছে। বিশুদ্ধ খাবার পানি সরবরাহের জন্য প্রয়োজনীয়সংখ্যক পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট উপজেলা পর্যায়ে সরবরাহ করা হয়েছে। ত্রাণ তৎপরতা ও উদ্ধারকার্যক্রম পরিচালনার জন্য বিজিবি, পুলিশ, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সসহ সংশ্লিষ্ট সংস্থার সদস্যদের প্রয়োজনীয় প্রস্তুতি রাখার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।  সার্বিক পরিস্থিতির উপর সতর্ক দৃষ্টি রাখা হচ্ছে। 

এসই/০৭