সূর্যোদয় কিন্ডার গার্টেন ও জুনিয়র বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

সিলেট মিরর ডেস্ক


মে ১৪, ২০২৩
০৩:৩২ পূর্বাহ্ন


আপডেট : মে ১৪, ২০২৩
০৩:৩৩ পূর্বাহ্ন



সূর্যোদয় কিন্ডার গার্টেন ও জুনিয়র বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত


সূর্যোদয় কিন্ডার গার্টেন ও জুনিয়র বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংষ্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

আজ শনিবার (১৩) গোলাপগঞ্জের লক্ষণাবন্দ ইউনিয়নে বিদ্যালয় ক্যাম্পাসে বিজয়ীদের হাতে আনুষ্ঠানিকভাবে পুরস্কার তুলে দেন রয়েল সিটির চেয়ারম্যান ফয়সল আহমদ চৌধুরী। 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ফয়সল আহমদ চৌধুরী বলেন, ‘পড়াশোনার পাশাপাশি সুস্বাস্থ্য, সুস্থ জীবন এবং মননের বিকাশে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলা শুধু শারীরিকভাবেই নয় মানসিকভাবেও মানুষকে সুস্থ রাখে।’

অলিউর রহমান শামীম এর সভাপতিত্বে এবং মো. ছালেহ আহমদ ও এসএম তপুর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন রাইস স্কুলের প্রিন্সিপাল মার্ক এডওয়ার্ড, ইউরো কিডস স্কুলের প্রিন্সিপাল রুশিনা চৌধুরী, রাইস স্কুলের এইচআর মেহরিন সায়মা চৌধুরী। 

শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বিদ্যালয়ের ছাত্র মো. তাওহিদুল ইসলাম রুহান। 

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন গোলাম কিবরিয়া, আতিকুর রহমান, এমাদ উদ্দিন, আবিদুল হক শাহান, ফয়ছল মাস্টার, আক্তার হোসেন মাস্টার, এড. হারুন মিয়া, জিয়াউদ্দিন, প্রধান শিক্ষক সাজু আহমদ, সহকারী শিক্ষক আরিফুর রহমান, সহকারী শিক্ষক সাজেল আহমদ, সহকারী শিক্ষক আলমগীর হোসেন, মুজিবুর রহমান।


এএফ/০৬