সিলেট মিরর ডেস্ক
মে ১৩, ২০২৩
০৮:৩৫ অপরাহ্ন
আপডেট : মে ১৩, ২০২৩
০৮:৩৫ অপরাহ্ন
'সংস্কৃতির শক্তিতে জেগে উঠো বাংলাদেশ'-শ্লোগানকে ধারণ করে গতকাল সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেটের দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়।
আজ সকাল ১১ টায় সম্মিলিত সাংস্কৃতিক জোটের নবনির্বাচিত কমিটি সিলেট কেন্দ্রীয় শহিদমিনার এবং জেলা প্রশাসক কার্যালয়ে স্থাপিত জাতির পিতার ম্যুরালে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তাঁদের আনুষ্ঠানিক কার্যক্রমের সূচনা করে। এতে উপস্থিত ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেটের উপদেষ্টা মন্ডলীর সদস্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা নাজনীন হোসেন, বরেণ্য কণ্ঠশিল্পী, হিমাংশু বিশ্বাস,বরেণ্য কণ্ঠশিল্পী জামালউদ্দিন হাসান বান্না, বরেণ্য সাংবাদিক, আল আজাদ। নবগঠিত কমিটির সভাপতি শামসুল আলম সেলিম, সহ সভাপতি মোকাদ্দেস বাবুল, বিপ্রদাশ ভট্টাচার্য, বিভাস শ্যাম পুরকায়স্থ যাদন, সুরাইয়া জামান, সাধারণ সম্পাদক গৌতম চক্রবর্তী, সহ সাধারণ সম্পাদক অনিমেষ বিজয় চৌধুরী, সুকান্ত গুপ্ত, অর্থ সম্পাদক বিপ্লব শ্যাম পুরকায়স্থ, প্রচার সম্পাদক খোকন ফকির , দপ্তর সম্পাদক আশরাফুল ইসলাম অনি, তথ্য ও প্রযুক্তি সম্পাদক পরাগ রেনু দেব,নির্বাহী সদস্য বিধূভুষন ভট্টাচার্য, অপূর্ব শর্মা প্রমুখ।
সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন, সামাজিক অবক্ষয়সহ যে কোনও বিপর্যয় থেকে জাতিকে রক্ষা করতে সাংস্কৃতিক আন্দোলনের বিকল্প নেই। সে জন্য এই খাতে পৃষ্ঠপোষকতা বাড়ানোর জন্য রাষ্ট্রের প্রতি আহ্বান জানান তারা। সম্মিলিত সাংস্কৃতিক জোট পরিণত হয়েছে একটি আন্দোলনে। নামটি ধারণ করে অনেকগুলো চেতনাকে। যে চেতনা মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত আদর্শিক বাংলাদেশের কথা বলে, একই সঙ্গে গণতন্ত্র ও মানবাধিকারের কথা বলে।
এসই/০৪