নির্বাচনে বিএনপি’র নেতা-কর্মীদের অংশ না নিতে কঠোর নির্দেশ

সিলেট মিরর ডেস্ক


মে ১১, ২০২৩
০৫:০৫ অপরাহ্ন


আপডেট : মে ১১, ২০২৩
০৫:০৯ অপরাহ্ন



নির্বাচনে বিএনপি’র নেতা-কর্মীদের অংশ না নিতে কঠোর নির্দেশ
বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের সাথে মহানগরের সাক্ষাৎ


বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীকে আসন্ন সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনে অংশগ্রহণ না করার ব্যাপারে কঠোর নির্দেশনা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সিসিক নির্বাচনে অংশগ্রহণকারীদের বিরুদ্ধে প্রয়োজনে সাংগঠনিক ব্যবস্থা নেবারও নির্দেশ দেন তিনি।

বুধবার রাত ৯টার দিকে মহানগর বিএনপির নেতৃবৃন্দ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে সাক্ষাৎ করেন। এ সময় মহানগর বিএনপি নেতৃবৃন্দের সাথে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির উপস্থিত ছিলেন।

রাতে সিলেট মহানগর বিএনপির নেতৃবৃন্দের সাথে ভার্চুয়াল বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দলীয় নেতৃবৃন্দকে এমন নির্দেশনা দেন। সিলেটজুড়ে বিএনপি নেতাকর্মীদের গণগ্রেফতার ও পুলিশি হয়রানিরও নিন্দা জানান।

সন্ধ্যা ৭টা থেকে ৪৫ মিনিট স্থায়ী বৈঠকে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব।

বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মহানগর বিএনপির উদ্যোগে বিভিন্ন কেন্দ্রীয় কর্মসূচি পালনের উপর গুরুত্ব দেন। গ্রেফতারকৃত নেতাকর্মীদের খোঁজ খবর নেন ও অবিলম্বে আটক সকল নেতাকর্মীর মুক্তির দাবি জানান । আটককৃত নেতাকর্মীদের আইনি সহায়তা প্রদান ও তাদের পরিবারের পাশে থাকার জন্য মহানগর বিএনপি নেতৃবৃন্দের প্রশংসা করেন তিনি।

বৈঠকে মহানগরের ২৭টি ওয়ার্ড সহ নতুন ১৫টি ওয়ার্ডে সাংগঠনিক কার্যক্রম জোরদারের ব্যাপারে বিস্তারিত আলোচনা হয়।


এসই/০২