সিলেট মিরর ডেস্ক
মে ০৯, ২০২৩
১১:৫৯ অপরাহ্ন
আপডেট : মে ১০, ২০২৩
১২:০০ পূর্বাহ্ন
যুক্তরাজ্যের নরউইচের নিউ ক্যাসটেসসে কাউন্সিল পুন: নির্বাচিত হয়েছে বিশ্বনাথের দৌলতপুর ইউনিয়নের চরচন্ডী গ্রামের কৃতি সন্তান ইফতেখার আলম মুকুল। দেশটির চারটি সিটি কাউন্সিল নির্বাচনে এ পর্যন্ত বিশ্বনাথের ৫ জন কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।
সিলেট নগরের মিরাবাজার এলাকার বাসিন্দা মুকুল যুক্তরাজ্যের প্রধান বিরোধী দল লেবার পার্টির প্রার্থী ছিলেন।
এ পর্যন্ত যুক্তরাজ্যের চারটি সিটিতে হওয়া কাউন্সিলর নির্বাচনে মুকুল ছাড়াও বিশ্বনাথের আরও চার কৃতি সন্তান কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। তারা হলেন ওল্ডহাম সিটি কাউন্সিলে পুন: নির্বাচিত হয়েছেন বিশ্বনাথ উপজেলার অলংকারী ইউনিয়নের টেংরা গ্রামের আব্দুল জব্বার ও দৌলতপুর ইউনিয়নের করপাড়া গ্রামের আব্দুল মালিক, কিগলী টাউন কাউন্সিলে নোউলী পার্ক ওয়ার্ড থেকে পুন: কাউন্সিলর নির্বাচিত হয়েছেন দশঘর ইউনিয়নের দশঘর নোয়াগাঁও গ্রামের আব্দুল শহীদ এবং চেস্টার সিটি কাউন্সিলে প্রথম বাঙালী নারী হিসেবে প্রথমবারের মত কাউন্সিলর নির্বাচিত হয়েছেন বিশ্বনাথ ইউনিয়নের উত্তর ধর্মদা গ্রামের শিরিন আক্তার।
নির্বাচিত কাউন্সিলরদের মধ্যে ইফতেখার আলম মুকুল, আব্দুল জব্বার, আব্দুল মালিক ও শিরিন আক্তার যুক্তরাজ্যের প্রধান বিরোধী দল লেবার পার্টির প্রার্থী। এছাড়া আব্দুল শহীদ ছিলেন স্বতন্ত্র প্রার্থী।
এএফ/০৫