ওসমানীনগরে ব্রজেন্দ্র হত্যা, ৫ দিনেও গ্রেপ্তার নেই

ওসমানীনগর প্রতিনিধি


মে ০৯, ২০২৩
০৯:৫৮ অপরাহ্ন


আপডেট : মে ০৯, ২০২৩
০৯:৫৮ অপরাহ্ন



ওসমানীনগরে ব্রজেন্দ্র হত্যা, ৫ দিনেও গ্রেপ্তার নেই


সিলেটের ওসমানীনগরে রিক্সা চালক  ব্রজেন্দ্র শব্দকর (৬০) হত্যার ৫ দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কাউকে ধরতে পারেনি পুলিশ। উদ্ধার করা যায়নি তার চুরি হয়ে যাওয়া রিকশাটিও।

শুক্রবার (৫ মে) বিকাল তিনটার দিকে উপজেলার প্রথমপাশা কবরস্থান সংলগ্ন কেওয়ালী পুলের পাশ থেকে ব্রজেন্দ্রর লাশ উদ্ধার করে পুলিশ। উদ্ধারের ৩দিন পর রবিবার (৭ মে) নিহতের স্ত্রী অনি শব্দকর ওসমানীনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। তবে, এই মামলায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। 

এদিকে , সুরতহাল রিপোর্টে ব্রজেন্দ্রের মাথার পিছনে ৫টি আঘাতের চিহ্ন ও রক্তের দাগ রয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ। এটি হত্যাকান্ড বলে ধারণা করছে পুলিশ।

জানা গেছে, প্রতিদিনের মতো বৃহস্পতিবার (৪ মে) সকালে ব্রজেন্দ্র রিক্সা নিয়ে বের হলে আর বাড়িতে ফিরে আসেননি। পরিবারের লোকজন সম্ভাব্য সব স্থানে খোঁজ করে কোন সন্ধান পাননি। শুক্রবার (৫ মে) বিকাল ৩টার দিকে উপজেলার বুরুঙ্গা বাজার ইউনিয়নের প্রথম পাশা কবরস্থান সংলগ্ন কেওয়ালী পুলের পাশ থেকে ব্রজেন্দ্রর লাশ উদ্ধার করে পুলিশ। ব্রজেন্দ্র শব্দকর লাল কৈলাশ গ্রামের রাজেন্দ্র শব্দকরের ছেলে বিগত ২ বছর থেকে ব্যাটারি চালিত রিক্সা চালিয়ে জীবন যাপন করে আসছেন। তার স্ত্রী অনি শব্দকর মঙ্গলচন্ডী নিশিকান্ত মডেল উচ্চ বিদ্যালয়ে আয়ার চাকরি করেন। দুই মেয়ের মধ্যে ছোট মেয়ে ওই বিদ্যালয়ের নবম শ্রেণিতে লেখাপড়া করছে।

নিহত ব্রজেন্দ্র শব্দকরের স্ত্রী অনি শব্দকর বলেন, রিক্সাটি চুরি করার জন্য আমার স্বামীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমি এই হত্যাকান্ডের সঙ্গে যে বা যারা জড়িত তাদের আইনের আওতার আনার জন্য প্রশাসনের হস্থ্যক্ষেপ কামনা করছি।

এ বিষয়ে ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুদুল আমিন বলেন, হত্যাকান্ডে জড়িতদের চিহ্নিত করে দ্রুত বিচারের আওতায় নিয়ে আসতে পুলিশ কাজ করছে।


এএফ/০৩