নিজস্ব প্রতিবেদক
মে ০৯, ২০২৩
০১:৫৩ পূর্বাহ্ন
আপডেট : মে ০৯, ২০২৩
০৭:০৩ অপরাহ্ন
সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী মো. আনোয়ারুজ্জামান চৌধুরী।
আজ সোমবার (৮ মে) বিকেলে লোক মারফত তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
এ নিয়ে সিসিক নির্বাচনে মেয়র পদে ৫ জন এবং কাউন্সিলর পদে ৩২১ জন মনোনয়ন ফরম সংগ্রহ করলেন।
নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, মেয়র প্রার্থীদের মধ্যে দুজন দলীয়ভাবে এবং বাকি তিন জন স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম কিনেছেন। কাউন্সিলর পদে ৩২১ জনের মধ্যে ১৪টি সংরক্ষিত ওয়ার্ডে কাউন্সিলর পদে (নারী) ৭২ জন এবং ৪২টি সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে (পুরুষ) ২৪৯ জন মনোনয়ন ফরম কিনেছেন।
মেয়র পদে মনোনয়ন কেনা পাঁচজন হলেন- মো. আনোয়ারুজ্জামান চৌধুরী (নৌকা), হাফিজ মাওলানা মাহমুদুল হাসান (হাত পাখা), মোহাম্মদ আবদুল হানিফ ওরফে কুটু (আওয়ামী লীগের স্বতন্ত্র), মোহাম্মদ আব্দুল মান্নান খান (স্বতন্ত্র) ও সামছুন নুর তালুকদার (স্বতন্ত্র)।
এসব তথ্য নিশ্চিত করেছেন সিলেট সিটির রিটার্নিং অফিসারের কার্যালয়ের স্টাফ কর্মকর্তা এবং বিয়ানীবাজার উপজেলা নির্বাচন কর্মকর্তা সৈয়দ কামাল হোসেন। তিনি বলেন, ‘মেয়র পদে সোমবার আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মো. আনোয়ারুজ্জামান চৌধুরী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
আগামী ২১ জুন সিলেট সিটি করপোরেশন নির্বাচন ইভিএমে হবে। মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৩ মে। মনোনয়নপত্র বাছাই হবে ২৫ মে। আর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ১ জুন।
সিলেট সিটি করপোরেশন প্রতিষ্ঠিত হয় ২০০২ সালে। ৭৯ দশমিক ৫০ বর্গকিলোমিটার আয়তনের এই নগরে ওয়ার্ড আছে ৪২টি। মোট ভোটার ৪ লাখ ৮৬ হাজার ৬০৫ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৫৩ হাজার ৭৬৩ জন এবং নারী ২ লাখ ৩২ হাজার ৮৪২ জন। মোট কেন্দ্র ১৯০টি এবং ভোটকক্ষ ১ হাজার ৩৬৪টি। আগামী ২১ জুন পঞ্চমবারের মতো সিলেট সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে।