চলমান এসডিজি বাস্তবায়ন প্রক্রিয়াকে সফল করতে প্রয়োজন সমন্বিত উদ্যোগ -মো. আখতার হোসেন

সিলেট মিরর ডেস্ক


মে ০৮, ২০২৩
০২:২৭ পূর্বাহ্ন


আপডেট : মে ০৮, ২০২৩
০২:২৭ পূর্বাহ্ন



চলমান এসডিজি বাস্তবায়ন প্রক্রিয়াকে সফল করতে প্রয়োজন সমন্বিত উদ্যোগ -মো. আখতার হোসেন
জেলা প্রশাসকের কার্যালয়ে মতবিনিময়


প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মূখ্য সমন্বয়ক মো. আখতার হোসেন বলেছেন, সকল পর্যায়ের জনগোষ্ঠীকে সম্পৃক্ত করে চলমান এসডিজি বাস্তবায়ন প্রক্রিয়াকে সফল করতে হলে প্রয়োজন সমন্বিত উদ্যোগে। তাহলেই ২০১৬ সালে শুরু হওয়া এ অভীষ্ট অর্জনের নির্ধারিত সময়সীমা ২০৩০ সালের মধ্যেই বাস্তবায়ন সম্ভব হবে। তবে এ জন্য জেলা পর্যায়ের কার্যক্রমকে যথাযথভাবে এগিয়ে নিতে হবে। 

তিনি গতকাল রোববার সিলেচ জেলা প্রশাসনের সমম্মেলন কক্ষে আয়োজিত ‘টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) অর্জন ও স্থানীয়করণ’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখছিলেন। জেলা প্রশাসক মো. মজিবর রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন এসডিজি বিষয়ক যুগ্ম সচিব মো. মনিরুল ইসলাম।

শুরুতে মূল উপস্থাপনাটি তুলে ধরেন সহকারী কমিশনার মাসুমা আক্তার কনা।

অন্যাদের মধ্যে বক্তব্য রাখেন তথ্য উপপরিচালক মো. সালাহ উদ্দিন, সমাজ সেবা উপপরিচালক মো. রফিক আহমদ, কৃষি উপপরিচালক খয়ের উদ্দিন মোল্লা, এলজিইডির নির্বাহী প্রকৌশলী এনামুল কবির, বিউবো’র নির্বাহী প্রকৌশলী শামসুল আরেফীন, জেলা শিক্ষা অফিসার এম এ ওয়াদুদ চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার আবু সুফিয়ান, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুত্তিযোদ্ধা সুব্রত চক্রবর্তী জুয়েল, সিলেট প্রেসক্লাব সভাপতি ইকবাল সিদ্দিকী ও উইমেন্স চেম্বার সভাপতি স্বর্ণলতা রায় প্রমুখ। জেলা পর্যায়ের কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তাবৃন্দ এতে যোগ দেন। 

প্রধান অতিথি আরও বলেন, বাংলাদেশসহ বিশ্বের ১৯৩টি দেশ এসডিজি অর্জনে অঙ্গীকারাবদ্ধ। ইতিমধ্যে বাংলাদেশের অর্জিত অগ্রগতি সন্তোষজনক। সিলেট অঞ্চলের বিভিন্ন সমস্যা তুলে ধরে তিনি বলেন, আঞ্চলিক ইস্যুগুলিকে প্রাধান্য দিয়ে প্রকল্প বাস্তবায়ন প্রক্রিয়াকে এগিয়ে নিতে হবে। বিশেষ করে কৃষি জমির সর্বোত্তম ব্যবহার, পর্যটন ক্ষেত্রে বাস্তবভিত্তিক কর্মসূচি ও সুযোগ-সুবিধা নিশ্চিতকরণ এবং স্বাস্থ্য খাতের বিভিন্ন লক্ষ্যমাত্রা অর্জনে সকল বিভাগের সম্পৃক্ততার পাশাপাশি স্থানীয় জনগোষ্ঠীর প্রয়োজনকে গুরুত্ব দিতে হবে। 



এসই/০১