বিশ্ব রেডক্রস দিবস ৮ মে, সিলেট ইউনিটের কর্মসূচী

সিলেট মিরর ডেস্ক


মে ০৮, ২০২৩
০২:০৭ পূর্বাহ্ন


আপডেট : মে ০৮, ২০২৩
০২:০৭ পূর্বাহ্ন



বিশ্ব রেডক্রস দিবস ৮ মে, সিলেট ইউনিটের কর্মসূচী


বিশ্ব রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস ৮ মে সোমবার। প্রতিবছর ৮ মে বিশ্বজুড়ে পালিত হয় দিবসটি। দিবসটি উপলক্ষে রেড ক্রিসেন্ট সিলেট ইউনিট নানা কর্মসূচী হাতে নিয়েছে। 

কর্মসূচীর মধ্যে রয়েছে সোমবার সকাল সাড়ে ৯টায় ইউনিট কার্যালয়ে জাতীয় পতাকা ও রেড ক্রিসেন্টের পতাকা উত্তোলন। 

সকাল ১০টায় শান্তি র্যালী, সকাল ১১টায় আলোচনা সভা। দুপুর পৌনে ১২টায় যুব সদস্যদের সম্মাননা ও পরিচয়পত্র প্রদান। দুপুর ১২টায় সাংস্কৃতিক অনুষ্ঠান। এসব কর্মসূচীতে সংশ্লিষ্ট সকলের উপস্থিতি কামনা করেছেন সিলেট ইউনিটের সেক্রেটারি মো. আব্দুর রহমান জামিল। 

উল্লেখ্য, ১৮২৮ সালের ৮ মে রেড ক্রস রেড ক্রিসেন্টের প্রতিষ্ঠাতা জীন হেনরী ডুনান্ট সুইজারল্যান্ডের জেনেভা শহরে জন্ম গ্রহণ করেন। এই মহান ব্যক্তিকে শ্রদ্ধার সাথে স্মরণ করার জন্য প্রতিবছর তার জন্মদিনটিকে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস হিসেবে সারা বিশ্বে উদযাপন করা হয়।

এএন/০১