গোয়াইনঘাটে গাঁজার গাছসহ গাঁজা চাষী গ্রেপ্তার

সিলেট মিরর ডেস্ক


মে ০৭, ২০২৩
১১:০৬ অপরাহ্ন


আপডেট : মে ০৮, ২০২৩
০৬:২০ অপরাহ্ন



গোয়াইনঘাটে গাঁজার গাছসহ গাঁজা চাষী গ্রেপ্তার


গোয়াইনঘাট উপজেলায় মুদির দোকানের ছাদের বাগানে গাজার গাছ লাগিয়ে এবার পুলিশের হাতে ধরা পড়লেন মো. রাজু আহমদ  (২৯) নামে এক যুবক। শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে চারটি গাছার গাছসহ তাকে গ্রেপ্তার করে। 

রাজু উপজেলার পূর্ণানগরের আব্দুল খালিকের ছেলে। পুলিশের দাবি তিনি গাজা চাষী।

জানা গেছে, ছাদের বাগানে গাজা চাষের খবর পেয়ে গোয়াইনঘাট থানার উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম খান ও সহকারী উপপরিদর্শক (এএসআই) নয়ন রায় পুলিশের একটি দল নিয়ে শনিবার রাতে উপজেলার পূর্ণানগরের মুদি দোকানের ছাদের  সবজি বাগান থেকে ০৪টি গাজার গাছ উদ্ধার করেন এবং রাজুকে গ্রেপ্তার করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা পুলিশের সহকারি মিডিয়া ফোকাল পয়েন্ট কর্মকর্তা শ্যামল বণিক। তিনি বলেন, ‘এ ঘটনায় গ্রেপ্তারকৃত রাজুর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১৮(ক) ধারায় মামলা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


এএফ/০৭