দ্রব্যমূল্যের কষাঘাতে জীবন চরমভাবে বিপর্যস্ত : বাসদ

সিলেট মিরর ডেস্ক


মে ০৭, ২০২৩
০২:১১ পূর্বাহ্ন


আপডেট : মে ০৭, ২০২৩
০২:১৭ পূর্বাহ্ন



দ্রব্যমূল্যের কষাঘাতে জীবন চরমভাবে বিপর্যস্ত : বাসদ


বিদ্যূত-গ্যাস-চাল-ছোলা-ডাল-তেলসহ নিত্যপণ্যের দাম কমানো, সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচনকালীন দল নিরপেক্ষ তদারকি সরকার গঠন ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল -বাসদ সিলেট জেলা শাখা।

আজ শনিবার (৬ মে) বিকাল চারটায় নগরের সিটি পয়েন্টে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। 

বাসদ সিলেট জেলা আহ্বায়ক আবু জাফরের সভাপতিত্বে ও জেলা সদস্য সচিব প্রণব জ্যোতি পালের সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন মাছুমা খানম, মনজুর আহমদ, জাহেদ আহমদ, মিন্ঠু যাদব, নুরুল ইসলাম, জসিম উদ্দিন, শহীদ মিয়া, সনজিত শর্মা প্রমূখ।

সমাবেশে বক্তারা বলেন, ‘সাধারণ মানুষের জীবন দ্রব্যমূল্যের কষাঘাতে চরমভাবে বিপর্যস্ত। চাল,আটা, তেল,চিনি, ডাল,ময়দা, মশলাসহ নিত্যপণ্যের দাম ক্রমাগত বাড়ছে। পাল্লা দিয়ে বাড়ছে কাঁচা তরিতরকারির দামও। দ্রব্যমূল্যের এই পাগলা ঘোড়া কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারছে না সরকার।’ বক্তারা বলেন, ‘মন্ত্রীরা প্রায়ই বলেন দেশে খাদ্যপণ্যের পর্যাপ্ত মজুত রয়েছে। নিয়মিত বাজার মনিটরিং করা হবে। কিন্তু বাস্তব চিত্র ভিন্ন। পর্যবেক্ষকরা বলছেন সিন্ডিকেট ও অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে এমন পরিস্থিতি তৈরি হয়েছে।’ সরকার রমজান বাজার নিয়ন্ত্রণ করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে বলেও তারা মন্তব্য করেন।

বক্তারা বলেন, ‘দেশে এ পর্যন্ত ১১টি জাতীয় সংসদ নির্বাচন হয়েছে, এর মধ্যে ৭টি দলীয় সরকারের অধীনে আর ৪টি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। দলীয় সরকার অধীনে নির্বাচনে মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। আর তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ৪টি নির্বাচন আপেক্ষিক অর্থে সুষ্ঠু হয়েছিল-মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছিল। যদিও এই নির্বাচন গুলো কালো টাকা, পেশীশক্তি, আঞ্চলিকতা, সাম্প্রদায়িকতার প্রভাবমুক্ত ছিল না। তাই নির্বাচন ব্যবস্থার সংস্কার করে দলনিরেপক্ষ তদারকি সরকার ও সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থা চালু করা প্রয়োজন ‘

সমাবেশে বক্তারা ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করার দাবি জানান।

বিক্ষোভ সমাবেশ শেষে একটি মিছিল বের হয়ে জেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়।


এএফ/০৫