নিজস্ব প্রতিবেদক
মে ০৭, ২০২৩
০১:৪০ পূর্বাহ্ন
আপডেট : মে ০৭, ২০২৩
০১:৪১ পূর্বাহ্ন
সিলেট সিটি করপোরেশন নির্বাচনকে কেন্দ্র করে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের পক্ষে লাগানো তোরণ, বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন ও পোস্টার অপসারনে অভিযান শুরু করেছে সিলেটের আঞ্চলিক নির্বাচন কার্যালয়।
আজ শনিবার (৬ মে) বেলা ১১টার দিকে সিলেটের আঞ্চলিক নির্বাচন কার্যালয়ের চারটি টিম নগরের চৌহাট্টাসহ পৃথক পৃথক স্থানে এ অভিযান শুরু করে।
অভিযানে নেতৃত্ব দিচ্ছেন সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফয়সল কাদের। এছাড়াও টিমে রয়েছেন সুনামগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা মুরাদ উদ্দিন হাওলাদার, মৌলভীবাজার জেলা নির্বাচন কর্মকর্তা আলমগীর হোসেন, হবিগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা মো. সাইদুর রহমান।
বিষয়টি সিলেট মিরর-কে নিশ্চিত করেছেন সিলেট সিটির রিটার্নিং অফিসারের কার্যালয়ের স্টাফ কর্মকর্তা এবং বিয়ানীবাজার উপজেলা নির্বাচন কর্মকর্তা সৈয়দ কামাল হোসেন। তিনি বলেন, ‘আজ থেকে অভিযান শুরু হয়েছে। পুলিশ, আনসার, সিটি করপোরেশনও অভিযানে অংশ নেয়। এটি অব্যাহত থাকবে।’
নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুসারে আগামী ২১ জুন সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ হবে। প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামী ২৩ মে, বাছাই ২৫ মে ও প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১ জুন।
এএফ/০৪