কোম্পানীগঞ্জ প্রতিনিধি
মে ০৭, ২০২৩
০১:২০ পূর্বাহ্ন
আপডেট : মে ০৭, ২০২৩
০১:২০ পূর্বাহ্ন
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার কৃতি সন্তান লিডিং ইউনিভার্সিটি ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক ও আল ফয়েজ ফাউন্ডেশনের কো-চেয়ারম্যান ড. মুহাম্মদ জিয়াউর রহমানকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
আজ শনিবার (৬ মে) রাত ৮টায় সিলেটের অভিজাত একটি হোটেলের হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আল ফয়েজ ফাউন্ডেশনের সভাপতি মাওলানা রশিদ আহমদ। সংগঠনের সাধারণ সম্পাদক ইমরান আহমদ সেলিম ও গ্রীন বার্ড একাডেমির ভাইস প্রিন্সিপাল আব্দুল ওয়াহিদ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লিডিং ইউনিভার্সিটির কোষাধ্যক্ষ বনমালী ভৌমিক।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট ইমাম প্রশিক্ষণ একাডেমির উপ-পরিচালক মাওলানা শাহ নজরুল ইসলাম, সিলেট জেলা আওয়ামীলীগের আইন বিষয়ক এড. আজমল আলী, সিলেট প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সিলেট সরকারি মহিলা কলেজের সহযোগী অধ্যাপক জিল্লুর রহমান, আল ফয়েজ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মাওলানা ফয়জুর রহমান, জামিয়া মিরবক্স টুলা মাদ্রাসার শাইখুল হাদিস আতাউর রহমান কোম্পানীগঞ্জী, সিলেটস্থ সমিতির সভাপতি রফিকুল ইসলাম, পাড়ুয়া স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল মালেক, সিলেট জেলা বারের বিশিষ্ট আইনজীবী হাসান আহমদ, জামিয়া কাসিমুল উলুম দরগাহের সিনিয়র মুহাদ্দিস আতাউর রহমান জালালাবাদী, শিক্ষক নেতা আবুল খায়ের, ব্যবসায়ী রুহুল আমীন, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের দপ্তর সম্পাদক কবির আহমদ প্রমূখ।
অনুষ্ঠানে ড. মুহাম্মদ জিয়াউর রহমানের জীবনবৃত্তান্ত উপস্থাপন করেন গ্রীন বার্ড একাডেমির ভাইস প্রিন্সিপাল আব্দুল ওয়াহিদ। শুরুতে কুরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ মুস্তাফিজুর রহমান মাহদি।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘শিক্ষাক্ষেত্রে সিলেটে পিছিয়ে পড়া কোম্পানীগঞ্জ উপজেলাকে শিক্ষার মান উন্নয়নে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে ‘ তারা বলেন, ‘সিলেটের অন্যান্য উপজেলার তুলনায় শিক্ষাক্ষেত্রে পিছিয়ে পড়া কোম্পানীগঞ্জের মুহাম্মদ জিয়াউর রহমানের পিএইচডি ডিগ্রী লাভ উপজেলার শিক্ষাক্ষেত্রে উৎসাহ উদ্দিপনা সৃষ্টি করবে।’
তাঁর এই অর্জন গৌরবের উল্লেখ্য করে তারা বলেন, ‘জিয়াউর রহমানের মতো মেধাবীদের কাছ থেকে নতুন প্রজন্ম অনুপ্রেরণা নিয়ে উচ্চ শিক্ষা ও সুশিক্ষায় শিক্ষিত হয়ে উপজেলার মুখ উজ্জ্বল করবে।’ বক্তারা ড. মুহাম্মদ জিয়াউর রহমানকে সুশিক্ষিত সমাজ নির্মাণে ভূমিকা রাখার আহ্বান জানিয়ে বলেন, ‘আপনাকেই দায়িত্ব নিতে হবে আপনার আশপাশের আরও অসংখ্য মেধাবী শিক্ষার্থীকে পিএইচডি ডিগ্রী অর্জনে উপযুক্ত করে গড়ে তুলতে।’
এএফ/০৩