শিক্ষামন্ত্রীর মায়ের মৃত্যুতে শাবিপ্রবি উপাচার্যের শোক

শাবিপ্রবি প্রতিনিধি


মে ০৭, ২০২৩
১২:৫২ পূর্বাহ্ন


আপডেট : মে ০৭, ২০২৩
১২:৫২ পূর্বাহ্ন



শিক্ষামন্ত্রীর মায়ের মৃত্যুতে শাবিপ্রবি উপাচার্যের শোক


শিক্ষামন্ত্রী ড. দীপু মনির মা রহিমা ওয়াদুদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

আজ শনিবার (৬ মে) সন্ধ্যায় পাঠানো এক শোক বার্তায় তিনি মরহুমার রুহের মাগফিরাত এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। 

শোক বার্তায় শাবি উপাচার্য  বলেন, শিক্ষামন্ত্রী ড. দীপু মনির মা রহিমা ওয়াদুদের মৃত্যুতে বিশ্ববিদ্যালয় পরিবার গভীরভাবে শোকাহত। শোকসন্তপ্ত পরিবারের সকল সদস্য ও শুভানুধ্যায়ীর প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

শনিবার দুপুর আনুমানিক ১২টার দিকে রাজধানীর কলাবাগানে নিজ বাসভবনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির মা রহিমা ওয়াদুদ শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।


এএফ/০২