নিজস্ব প্রতিবেদক
মে ০৬, ২০২৩
১০:০৬ অপরাহ্ন
আপডেট : মে ০৬, ২০২৩
১০:০৬ অপরাহ্ন
সিলেটের বিয়ানীবাজারে উপজেলা বিএনপির ঈদ পুনর্মিলনীতে পুলিশের বাঁধা দেওয়ার অভিযোগ উঠেছে। পূর্ব নির্ধারিত কমিউনিটি সেন্টারে পুলিশ তালা দিলে পরে সেন্টারের বাইরেই আংশিক অনুষ্ঠান করেন দলের নেতাকর্মীরা। তবে বাঁধা দেওয়ার অভিযোগ ঠিক নয় বলে দাবি করেছে পুলিশ।
আজ শনিবার (৬ মে) দুপুরে বিয়ানীবাজার পৌরশহরের ইউসুফ কমপ্লেক্সের সামনে এ ঘটনা ঘটে।
বিয়ানীবাজার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন বলেন, উপজেলা বিএনপির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান আমরা পৌর শহরের ইউসুফ কমপ্লেক্সে করতে চেয়েছিলাম। সেখানে প্রস্তুতি নিতে গেলে গতকাল শুক্রবারপুলিশ এসে বাঁধা দেয়। তারা বলে পৌর শহরের বাইরের কোনো স্থানে অনুষ্ঠান আয়োজন করতে। তাদের নির্দেশনা অনুযায়ী আমরা পৌর শহরের বাইরে কুড়ারবাজার ইউনিয়নের বৈরাগীবাজার এলাকার আব্দুল্লাহপুর নামক স্থানের অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি নেই। কিন্তু আজ দুপুরে সেখানে অনুষ্ঠান করতে গেলে পুলিশ ফের বাঁধা দেয়। পরে আমরা বাধ্য হয়ে পৌর শহরে পুলিশের তালাবদ্ধ করে রাখা ইউসুফ কমপ্লেক্সের সামনেরজায়গায় ঈদ পুনর্মিলনী করে পরে একটি সংক্ষিপ্ত মিছিলও করি।
এ বিষয়ে যোগাযোগ করা হলে বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম (পিপিএম) এমন অভিযোগ সত্য নয় বলে দাবি করেন। তিনি বলেন, ‘আমরা বাঁধা দেইনি। বিএনপির দুটি গ্রুপের মধ্যে একটি গ্রুপ অনুষ্ঠান করতে চাচ্ছিল আরেক গ্রুপ চাচ্ছিল না। ‘
তিনি বলেন, ‘আমাদের কাছে গোয়েন্দা তথ্য ছিল এখানে অনুষ্ঠান করতে গেলে হামলা হতে পারে। তাই আমরা তাদের বলেছিলাম উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বা জেলা প্রশাসকের অনুমতি নেওয়ার জন্য। পারমিশন নিয়ে এলে আমরা নিরাপত্তা দেব। কিন্তু আজকে সকাল পর্যন্ত তারা আনতে পারেনি। সেজন্য এটা হয়নি।’
এএফ/০১