ওয়ার্ডে সভাপতি-সম্পাদকের ভোট কেন্দ্রে সজাগ দৃষ্টি থাকবে: নানক

নিজস্ব প্রতিবেদক


মে ০৫, ২০২৩
০১:২৮ পূর্বাহ্ন


আপডেট : মে ০৫, ২০২৩
০২:২৪ পূর্বাহ্ন



ওয়ার্ডে সভাপতি-সম্পাদকের ভোট কেন্দ্রে সজাগ দৃষ্টি থাকবে: নানক

মঞ্চে হাতে হাত ধরে মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান, কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।


সিলেটে আওয়ামী লীগের কর্মী সভায় দলের সভাপতিমন্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, ‘দলের প্রতিটি ওয়ার্ডে সভাপতি এবং সম্পাদকের ভোট কেন্দ্রগুলোতে সজাগ দৃষ্টি থাকবে আওয়ামী লীগের। ভোটকেন্দ্রের ফলাফল অনুযায়ী পুরস্কার এবং তিরস্কার ব্যবস্থা রাখা হয়েছে।’ মোশতাক বাহিনীর কারণেই বদরউদ্দিন আহমদ কামরানকে হারতে হয়েছে বলেও এসময় তিনি মন্তব্য করেন।

আজ বৃহস্পতিবার (৪ মে) নগরের একটি কনভেনশন সেন্টারে দলের কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পদক আহমদ হোসেন।

জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী দুলাল ও মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এটিএম হাসান জেবুলের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য সৈয়দা জেবুন্নেছা হক, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ডা. মুসফিক আহমদ চৌধুরী, আজিজুস সামাদ আজাদ ডন। 

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী।


প্রধান অতিথির বক্তব্যে জাহাঙ্গীর কবির নানক কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘দলে খন্দকার মোশতাকের অনুসারী যেমন রয়েছে, তেমনি মুজিবাদর্শের লড়াকু এবং ত্যাগী কর্মীরাও রয়েছেন। মোশতাক বাহিনীর কারণেই বিগত দিনে এই নগরের অভিভাবক বদরউদ্দিন আহমদ কামরানকে হারতে হয়েছে।’

এবার এসবের পুনরাবৃত্তি দেখতে চায় না আওয়ামী লীগ জানিয়ে তিনি বলেন, ‘দলের প্রতিটি ওয়ার্ডে সভাপতি এবং সম্পাদকের ভোট কেন্দ্রগুলোতে সজাগ দৃষ্টি থাকবে আওয়ামী লীগের। ভোটকেন্দ্রের ফলাফল অনুযায়ী পুরস্কার এবং তিরস্কার ব্যবস্থা রাখা হয়েছে। এমন কোন কর্মকান্ড করবেন না যাতে করে রংপুরের পরিণতি ভোগ করতে হয়।’

তিনি আরো বলেন, ‘মাথার চারপাশে শকুনের দল উড়াউড়ি করছে। অতএব মুজিব সৈনিকদের এখন যুদ্ধের সময়। যুদ্ধের দামামাও বেজে উঠেছে। সেই সুর যার কানে পৌছে না, তিনি ব্যর্থ। তিনি মুজিবাদর্শের অযোগ্য, আওয়ামী লীগের অযোগ্য।’


এএফ/০৯