সিলেট মিরর ডেস্ক
মে ০৩, ২০২৩
০২:৫৬ পূর্বাহ্ন
আপডেট : মে ০৩, ২০২৩
০৫:০৭ পূর্বাহ্ন
বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের সিলেট বিভাগীয় কমিটির সহ-সভাপতি সুমা জায়গীরদারকে সংবর্ধনা জানানো হয়েছে
বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের সিলেট বিভাগীয় কমিটির সহ-সভাপতি, দৈনিক টেমস সুরমার সম্পাদক সুমা জায়গীরদারকে সংবর্ধনা জানানো হয়েছে। কানাডা গমন উপলক্ষ্যে আজ মঙ্গলবার সন্ধ্যায় নগরের পূর্ব জিন্দাবাজারের একটি হোটেলে সংবর্ধনা আয়োজন করে বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্র সিলেট।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সংসদ সৈয়দা জেবুন্নেছা হক বলেন- ‘সুমা জায়গীরদার যেখানেই যাবেন সেখানেই দ্যুতি ছড়াবেন। দেশের উন্নয়নে, মানুষের উন্নয়নে সবসময় ভুমিকা রাখবেন তিনি।’ তিনি বলেন- ‘দেশে নানা পেশায় আজ নারীরা এগিয়ে যাচ্ছেন। সিলেটে সাংবাদিকতায় নারীদের অবদান রয়েছে। তেমনি করে বিদেশের মাটিতেও বাংলাদেশের মেয়েরা সাফল্যের দ্যুতি ছড়াচ্ছেন। আর এটি কেবল সম্ভব হয়েছে দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণে।’
সংগঠনের সভাপতি, জিটিভি ও সারাবাংলার সিলেট প্রতিনিধি বিলকিস আক্তার সুমির সভাপতিত্বে আয়োজিত সংবর্ধনার জবাবে সুমা জায়গীরদার তার বক্তৃতায় সিলেটের নারী সাংবাদিকদের পাশে থাকার অঙ্গীকার করেন। তিনি বলেন- ‘যেখানেই যাই না কেনো মন পড়ে থাকবে সিলেটে। সব সময়ই চাইব প্রিয় সিলেট যেনো ভালো থাকে। সিলেটের মানুষ যেনো সুখে থাকে।’
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন- বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্র সিলেট বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক ও দৈনিক উত্তরপূর্বের সহকারী সম্পাদক মনিকা ইসলাম। নারী সাংবাদিক কেন্দ্র’র সিলেটের সদস্য তানিয়া ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন, ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক শামীমা আক্তার ঝিনু, লেখিকা সংঘের সহ-সাধারণ সম্পাদক ইশরাক জাহান জেলী, নারী সাংবাদিক কেন্দ্র সিলেট বিভাগীয় কমিটির কোষাধ্যক্ষ সাংবাদিক ফাতেমা সুলতানা অন্যা, দপ্তর সম্পাদক মাসুদা সিদ্দিকা রুহি, প্রচার সম্পাদক রুহেনা সুলতানা, সদস্য ফাতেমা জান্নাত, লেখিকা সংঘের সদস্য সেনুয়ারা আক্তার চিনু, নারী সাংবাদিক কেন্দ্র সিলেটের সদস্য হাবিবা আক্তার, ফাহিমা বেগম, মাহবুবা জান্নাত প্রমুখ।
এনপি-০১