মে দিবসে গনতান্ত্রিক শ্রমিক আন্দোলন সিলেট জেলার মিছিল সমাবেশ

সিলেট মিরর ডেস্ক


মে ০২, ২০২৩
০৩:৫৭ পূর্বাহ্ন


আপডেট : মে ০২, ২০২৩
০৩:৫৭ পূর্বাহ্ন



মে দিবসে গনতান্ত্রিক শ্রমিক আন্দোলন সিলেট জেলার মিছিল সমাবেশ


মহান মে দিবস এবং আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে গনতান্ত্রিক শ্রমিক আন্দোলন সিলেট জেলার উদ্যোগে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

পহেলা মে ২০২৩ ইং সকাল ১০.৩০ মিনিটে নগরীর আম্বরখানা পয়েন্টে সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল শুরু হয়ে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়।

ন্যুনতম জাতীয় মজুরি ২০,০০০ টাকা নির্ধারণ, শ্রমজীবীদের জন্য রেশনিং ব্যাবস্হা চালু, অবাদ ট্রেড ইউনিয়ন অধিকার প্রদান এবং আইন করে শ্রমিক ধর্মঘট নিষিদ্ধ করার রাষ্ট্রীয় চক্রান্ত বন্ধ করার দাবিতে অনুষ্ঠিত মিছিল পূর্ববর্তী সমাবেশে সভাপতিত্ব করেন গনতান্ত্রিক শ্রমিক আন্দোলন সিলেট জেলা কাউন্সিল প্রস্তুতি কমিটির আহবায়ক এডভোকেট মহীতোষ দেব মলয় এবং পরিচালনা করেন সদস্য প্রনব সিং। সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন সিলেট জেলার সমন্বয়ক কমরেড সুশান্ত সিনহা সুমন, চা শ্রমিক অধিকার আন্দোলন এর কেন্দ্রীয় আহ্বায়ক কমরেড হৃদেশ মুদি, শ্রমিক নেতা সাজিদুর রহমান সাইদুল, মকুল মাহমুদ, শিক্ষক আন্দোলনের নেতা দেবব্রত সাহা প্রমুখ। 

সমাবেশে বক্তারা বলেন শ্রমিকশ্রেনির লড়াই সংগ্রামের চেতনার উৎস মহান মে দিবস (আন্তর্জাতিক শ্রমিক দিবস) যখন বিশ্বব্যাপী পালিত হচ্ছে তখন বাংলাদেশের শ্রমিকশ্রেণি শোষণ, নিপীড়ন, নির্যাতনের এক ভয়াবহতম সময় অতিক্রম করছে। নিত্যপ্রয়োজনিয় জিনিসপত্রের দাম প্রতিনিয়ত বাড়তে থাকলেও শ্রমজীবীদের মজুরি আপেক্ষিক ভাবে ক্রমশ কমছে। এমন পরিস্থিতিতে শ্রমজীবীদের জন্য রেশনিং ব্যাবস্থা চালু জরুরি হলেও এক্ষেত্রে রাষ্ট্রীয় কোনো উদ্যোগ নেই। কল কারখানা সহ সকল শ্রমিক সেক্টরে শ্রমিকদের অসংগঠিত করে রাখার জন্য শাসকশ্রেণী ট্রেড ইউনিয়ন অধিকারকে তাদের করায়ত্ত করে রেখেছে। শ্রমিক আন্দোলন দমনের সকল অপকৌশল ব্যবহার করেও বর্তমান সরকার আইন করে শ্রমিক ধর্মঘট নিষিদ্ধ করার চক্রান্ত করছে। বক্তারা এমন পরিস্থিতি থেকে মুক্তির লক্ষ্যে  মহান মে দিবসের চেতনায় ঐক্যবদ্ধ ভাবে উল্লেখিত দাবিতে আন্দোলন গড়ে তোলার জন্য দেশের শ্রমিক শ্রেণির প্রতি আহবান জানান।


এসই/০৭