সিলেট মিরর ডেস্ক
এপ্রিল ৩০, ২০২৩
১০:৫৩ অপরাহ্ন
আপডেট : এপ্রিল ৩০, ২০২৩
১১:০৬ অপরাহ্ন
বিশ্বমানের স্বাস্থ্যসেবার অঙ্গীকারে সিলেট যাত্রা শুরু করা কুইন্স হসপিটাল এবং শত বছরের ঐতিহ্যবাহী সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের মধ্যে এমওইউ স্বাক্ষর হয়েছে।
আজ রবিবার (৩০ এপ্রিল) বেলা আড়াইটায় নগরের সুবিদবাজারে কুইন্স হসপিটালে আনুষ্ঠানিকভাবে এমওইউ স্বাক্ষরিত হয়।
কুইন্স হেলথ কেয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফাহিম আহমদ চৌধুরী এবং সিলেট ষ্টেশন ক্লাবের প্রেসিডেন্ট মঞ্জুর আহমেদ চৌধুরী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর করেন।
এসময় উপস্থিতি ছিলেন সিলেট ষ্টেশন ক্লাবের ভাইস প্রেসিডেন্ট অ্যাডভোকেট শাহ মো. মোসাহিদ আলী, পরিচালক (সাংস্কৃতিক বিভাগ) তাহমিনুল ইসলাম খান, পরিচালক (ক্রীড়া বিভাগ) মুফতি এ এস শামিম আহমেদ, সহকারী কোম্পানি সেক্রেটারী শাহীন উদ্দিন খান।
কুইন্স হসপিটালের পক্ষে উপস্থিত ছিলেন বারাকা গ্রুপের চেয়ারম্যান ফয়সল আহমদ চৌধুরী, কুইন্স হসপিটালের ব্যবস্থাপক মোহাম্মদ মহিউদ্দিন, সহকারী ব্যবস্থাপক আইটি তায়েফ আহমদ ও কুইন্স হসপিটালের পিআরও সৈয়দা আফসানা মুন।
এই চুক্তির ফলে সিলেট ষ্টেশন ক্লাব লিমিডেটেডের সকল সদস্য ও তাদের পরিবার সব ধরণের প্যাথলজিক্যাল পরীক্ষায় ৩0% এবং সব ধরণের ইমেজিং ও রেডিওলজিক্যাল পরীক্ষার উপর ২০% ছাড় পাবেন। এছাড়াও হাসপাতালের বিভিন্ন সেবার উপর বিশেষ সুবিধা পাবেন।
এএফ/০৫