নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ৩০, ২০২৩
০৯:৩৩ অপরাহ্ন
আপডেট : এপ্রিল ৩০, ২০২৩
০৯:৩৩ অপরাহ্ন
সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মনোনয়ন সংগ্রহের দ্বিতীয় দিনেও কোনো মেয়র প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেননি। তবে দ্বিতীয় দিনে আজ রবিবার (৩০ এপ্রিল) ৫টি ওয়ার্ডের ৬ জন কাউন্সিলর প্রার্থী মনোনয়ন ফরম কিনেছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট আঞ্চলিক নির্বাচন কার্যালয়ের স্টাফ অফিসার (বিয়ানীবাজার উপজেলা নির্বাচন কর্মকর্তা) মো. কামাল হোসেন।
তিনি জানান, রবিবার নির্ধারিত সময়ের মধ্যে সিলেট মহানগরের সাধারণ ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী হিসেবে ১ নং ওয়ার্ডের একজন, ৭ নং ওয়ার্ডের একজন, ৮ নং ওয়ার্ডের একজন, ২৭ নং ওয়ার্ডের একজন এবং ২২ নং ওয়ার্ডের দুইজন মনোনয়নপত্র কিনেছেন।
উল্লেখ্য, আগামী ২১ জুন সিলেট সিটি করপোরেশন নির্বাচন ইভিএমে হবে। মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৩ মে। মনোনয়নপত্র বাছাই হবে ২৫ মে। আর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ১ জুন।
এএফ/০৩