কোম্পানীগঞ্জে ফারুক আহমদ স্মৃতি পরিষদের বৃত্তি ও সনদ বিতরণ

কোম্পানীগঞ্জ প্রতিনিধি


এপ্রিল ৩০, ২০২৩
১২:৪২ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ৩০, ২০২৩
০১:১১ পূর্বাহ্ন



কোম্পানীগঞ্জে ফারুক আহমদ স্মৃতি পরিষদের বৃত্তি ও সনদ বিতরণ


সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় ঐতিহ্যবাহী মরহুম ফারুক আহমদ চেয়ারম্যান স্মৃতি পরিষদের ২২ তম ‘ফারুক আহমদ স্মৃতি’ ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (২৯ এপ্রিল) দুপুর ১২টায় মরহুম ফারুক আহমদ স্মৃতি পরিষদের উদ্যোগে ও প্রতিষ্ঠাতা সদস্য ফরহাদ হোসেনের ব্যবস্থাপনায় মরহুমের ভোলাগঞ্জস্থ বাড়িতে আনুষ্ঠানিকভাবে সনদ বিতরণ অনুষ্ঠিত হয়।

স্মৃতি পরিষদের উপদেষ্টা সৈয়দ ফয়জুর রহমানের সভাপতিত্বে ও শিক্ষক নেতা আবুল খায়েরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সিলেট সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ হায়াতুল ইসলাম আকঞ্জি। প্রধান বক্তা ছিলেন পাড়ুয়া আনোয়ারা উচ্চ বিদ্যালয় ও কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল মালিক।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট জেলা পরিষদের সদস্য ও কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আপ্তাব আলী কালা মিয়া, সিলেট জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এড. মাহফুজুর রহমান, সিলেটস্থ কোম্পানীগঞ্জ সমিতির সভাপতি রফিকুল হক, সিলেট জেলা আইনজীবী সমিতির সহ সভাপতি এড. কামাল হোসেন, দক্ষিণ সুরমা সরকারি কলেজের ইংরেজি বিভাগের প্রধান সুভাষ চন্দ্র সাহা, কোম্পানীগঞ্জ উপজেলার ভাইস চেয়ারম্যান লাল মিয়া, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন জাহান ফাতেমা, উত্তর রণিখাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়জুর রহমান, দক্ষিণ রণিখাই ইউনিয়ন চেয়ারম্যান ইকবাল হোসেন ইমাদ, পূর্ব ইসলামপুর ইউনিয়ন চেয়ারম্যান আলমগীর আলম, উপজেলা শিক্ষা অফিসার সাহিদুল ইসলাম, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম।

এর আগে শুরুতে স্বাগত বক্তব্য দেন ফারুক স্মৃতি বৃত্তি পরীক্ষার উপ-পরীক্ষা নিয়ন্ত্রক আমিনুর রহমান জসিম।  

অনুষ্ঠানে বক্তরা বলেন, ‘কোম্পানীগঞ্জের শিক্ষার মান উন্নয়নে প্রায় দুই যুগ ধরে বিশেষ ভূমিকা রাখছে ফারুক আহমদ স্মৃতি পরিষদ। ২২ বছর ধরে ধারাবাহিকভাবে অরাজনৈতিক ও সমাজিক এ সংগঠনটি প্রাথমিক ও মাধ্যমিক স্কুলে বৃত্তি পরীক্ষা আয়োজন করে শিক্ষার্থীদের লেখাপড়ার প্রতি আগ্রহ বৃদ্ধিসহ সুশিক্ষা অর্জন করে মানুষ কল্যাণে কাজ করতে অগ্রণী ভূমিকা পালন করছে।’

বক্তারা আরও বলেন, ‘কোম্পানীগঞ্জে হাজারও সম্পদশালী মানুষ আছেন। কিন্তু উপজেলা শিক্ষার উন্নয়নে কাজ করতে পারছে না কেউ। এক্ষেত্রে ফারুক আহমদ চেয়ারম্যানের সুযোগ্য উত্তরসূরিরা কাজ করে যাচ্ছে নিরলসভাবে।’

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জিয়াউর রহমান মিজান, ভোলাগঞ্জ আরাবিয়া হাফিজিয়া মাদ্রাসার শিক্ষা সচিব মুফতি ফখরুল ইসলাম মাসরূর, ভোলাগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি আবুল বাশার, পাড়ুয়া আনোয়ারা উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষক মো. কাজী আমির উদ্দিন, ভোলাগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. দিলোয়ার হোসেন, মরহুম ফারুক আহমদ স্মৃতি পরিষদের সচিব সুজাত হোসেন, সদস্য নুরুল আমিন, কামরান হোসেন, অভিভাবক আলমগীর আল আসিক।

ছাত্র সমাজের পক্ষে বক্তব্য দেন সিলেট সরকারি টিটি কলেজের শিক্ষার্থী মাহফুজুর রহমান মুবিন, আহসান উল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফেরদৌস হোসেন ফাহাদ, ছাত্রলীগ নেতা রাসেল আহমদ। বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন ৭ম শ্রেণির ছাত্র তামিম আহমদ জুবেল, ৪র্থ শ্রেণির ছাত্র মুস্তাকিম আল তামিম ও পূজা মহন্ত।

২০২২ সালে অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষায় সর্বমোট ৬১জন ছাত্র-ছাত্রী উত্তীর্ণ হয়েছে। তাদের মধ্যে সপ্তম শ্রেণীতে ট্যালেন্টপুল বৃত্তি পেয়েছেন ৬ জন ও সাধারণ বৃত্তি পেয়েছেন ১৫ জন। চতুর্থ শ্রেণীতে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছেন ৮ জন সহ সাধারণ বৃত্তি পেয়েছেন ৩১ জন।


কেএ-০১/এএফ-০২