সিলেটে আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন

নিজস্ব প্রতিবেদক


এপ্রিল ২৮, ২০২৩
০৬:২৭ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ২৮, ২০২৩
০৬:২৭ পূর্বাহ্ন



সিলেটে আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন
শনিবার সকালে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়


ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন দুই দিনের সফরে সিলেট এসেছেন। তাঁর সঙ্গে আছেন পুনাক সভানেত্রী ডা. তৈয়বা মুসাররাত জাঁহা চৌধুরী।

বৃহস্পতিবার রাত ১১টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরে আইজিপি পৌঁছলে তাঁকে স্বাগত জানান সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কমিশনার মো. ইলিয়াছ শরীফ, সিলেট রেঞ্জ ডিআইজি মো. মিজান শাফিউর রহমান এবং এসএমপি পুনাক সভানেত্রী নাসরিন লায়লা। পরবর্তীতে এসএমপি অফিসার্স মেসে আইজিপির সাথে সৌজন্য সাক্ষাৎ করে ফুলেল শুভেচ্ছা জানান সম্মানিত বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন এবং জেলা প্রশাসক মো. মজিবর রহমান।


আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন সিলেট সফরে বিভিন্ন কর্মসূচিতে যোগ দেবেন। সফর সূচিতে রয়েছে শুক্রবার (২৮ এপ্রিল) সকাল ১০টায় হযরত শাহজালাল (রহ.) মাজার ও হযরত শাহপরান (রহ.) এর মাজার জিয়ারত। জিয়ারত শেষে তিনি সকাল সাড়ে ১১টায় দক্ষিণ সুরমার মোগলাবাজার প্যারাইরচক এলাকায় পুলিশ অফিসার্স মেসের জন্য প্রস্তাবিত নতুন স্থান পরিদর্শন করবেন।

 শনিবার (২৯ এপ্রিল) সকাল ১০টায়  সিলেট জেলা পুলিশ লাইন্স এ সিলেটে কর্মরত কর্মকর্তাদের সাথে মতবিনিময় করবেন। সকাল সাড়ে ১১টায় সাংবাদিকদের সাথে মতবিনিময় করবেন। দুপুর ১২ টায় নির্মাণাধীন ৭ এপিবিএন পরিদর্শন ও সাড়ে ১২ টায় নির্মাণাধীন আরআরএফ পরিদর্শন করবেন।

এএন/০১