নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ২৮, ২০২৩
০১:১১ পূর্বাহ্ন
আপডেট : এপ্রিল ২৮, ২০২৩
০১:৫১ পূর্বাহ্ন
সারাদিন তীব্র গরমের পর সিলেটের উপর দিয়ে ঝড়ো বাতাস ও কালবৈশাখী ঝড় বয়ে গেল।
আজ বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার পর থেকে ঝড়ো হাওয়া শুরু হয়। পরে রাতে আটটার পর শুরু হয় কালবৈশাখী ঝড়।
ঝড় শুরুর কারণে গন্তব্যগামী অনেকে রাস্তার পাশে বিভিন্ন বাসা ও মার্কেটের সামনে আশ্রয় নেন। তবে আধ ঘন্টার মধ্যে ঝড় কমে গেলেও রাত নয়টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত থেমে থেকে বৃষ্টি হচ্ছিল।
কালবৈশাখী ঝড়ের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ শাহ মোহাম্মদ সজিব হোসেন। তিনি বলেন, ‘রাতে কালবৈশাখী ঝড় হয়ে গেল।’
তিনি আরও বলেন, ‘আজকে বৃষ্টিপাত হলেও আগামীকাল বিরতি থাকতে পারে। তবে সামনের কয়েকদিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।’
এএফ/০৫