গোলাপগঞ্জে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার

সিলেট মিরর ডেস্ক


এপ্রিল ২৪, ২০২৩
০৮:১৫ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ২৪, ২০২৩
০৮:১৫ পূর্বাহ্ন



গোলাপগঞ্জে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার


একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মৃত্যুদন্ডপ্রাপ্ত এক আসামি গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামির নাম মো. আব্দুল মতিন (৭০)।

রোববার (২৩ এপ্রিল) সন্ধ্যায় লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আব্দুল মতিন দীর্ঘদিন যাবৎ পলাতক ছিলেন।  রোববার সিলেট জেলার গোলাপগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় বিস্তারিত তথ্য জানানোর জন্য সোমবার (২৩ এপ্রিল) দুপুরে রাজধানীতে র‍্যাব-৩ এর টিকাটুলি কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।


এসই/০৪