জুমাতুল বিদায় শাহজালাল (রহঃ) দরগাহ মসজিদে মুস‌ল্লিদের ভিড়

নিজস্ব প্রতিবেদক


এপ্রিল ২১, ২০২৩
১১:২৯ অপরাহ্ন


আপডেট : এপ্রিল ২১, ২০২৩
১১:৩১ অপরাহ্ন



জুমাতুল বিদায় শাহজালাল (রহঃ) দরগাহ মসজিদে মুস‌ল্লিদের ভিড়


১৪৪৪ হিজরির শেষ জুম্মাবার শুক্রবার (২১ এপ্রিল)। মুসলিম উম্মাহর কাছে এটি একটি পবিত্র দিন। জুমাতুল বিদা রোজাদারকে স্মরণ করিয়ে দেয়, রমজানের শেষলগ্নে এর চেয়ে ভালো কোনোদিন আর পাওয়া যাবে না। আখে‌রি জুমায় অংশ নিতে বৃষ্টি উপেক্ষা করে সিলেটের শাহজালাল দরগাহ মসজিদে মুস‌ল্লিদের ভিড় দেখা গেছে।

তবে আজ সিলেট নগরী ও আশপাশ এলাকার লোকজন তাদের সন্তান‌দের স‌ঙ্গে ক‌রে শাহজালাল দরগাহ মসজিদে আখে‌রি জুমার নামাজ পড়‌তে এ‌সে‌ছেন। স‌রেজ‌মি‌ন দেখা যায়, বেলা ১১টা থে‌কে মস‌জি‌দে মুস‌ল্লিরা প্রবেশ কর‌তে শুরু ক‌রেন। যতই আজানের সময় ঘনিয়ে আসছিল, মুস‌ল্লি‌দের আনাগোনা বাড়‌তে থা‌কে। অ‌নে‌কেই বৃষ্টি উপেক্ষা করেই দূরদূরান্ত থেকে ছু‌টে এসেছেন রমজা‌নের শেষ জুমার নামাজ আদায় কর‌তে।

জুমায় আসা মাহিয়াতুর রহমান জানান, রমজা‌নে শাহজালাল দরগাহ মসজিদে জুমা পড়া অনেক সময় হয়‌নি। সিদ্ধান্ত নিলাম আখে‌রি জুমাটা বেশি মুসল্লি সমাগম হবে এখা‌নেই পড়ব। আখে‌রি জুমায় আল্লাহর কা‌ছে ক্ষমা চাইব। গুনাহ থে‌কে ফানাহ চাইব। এমনও হ‌তে পা‌রে এটাই আমা‌দের অ‌নে‌কের শেষ জুমা।

অ‌নেক মুস‌ল্লি‌কে শাহজালাল দরগাহ মসজিদে নামাজ পড়‌তে আসা‌র মুহূর্ত ক্যামেরাব‌ন্দি কর‌তে দেখা গে‌ছে। বে‌শিরভাগই ক্লিক ক্লিক শ‌ব্দে সেল‌ফি‌তে ছবি জমা ক‌রছেন ফোনে। 

বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) রমজানের শেষ শুক্রবারে জুমার নামাজের পর বিশেষ ইবাদত করতেন। তার উম্মতরা তারই ধারাবাহিকতায় এদিন জুমার নামাজের পর নফল নামাজ আদায় করেন ও বিশেষ দোয়া করেন।


এসই/০৬