জিন্দাবাজার জালালাবাদ মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

নিজস্ব প্রতিবেদক


এপ্রিল ২১, ২০২৩
১০:৫৭ অপরাহ্ন


আপডেট : এপ্রিল ২৩, ২০২৩
০৭:৪৯ পূর্বাহ্ন



জিন্দাবাজার জালালাবাদ মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস


সিলেটের জিন্দাবাজারের জালালাবাদ মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট। শুক্রবার (২১ এপ্রিল) বিকেল ৪টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানা গেছে।

 প্রচণ্ড ধোঁয়ায় কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিস কর্মীদের বেগ পেতে হচ্ছে।

ঘটনাস্থলে উপস্থিত উৎসাহী জনতাকে নিয়ন্ত্রণে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

জানা যায় মার্কেটের একটি জুতার গোডাউনে আগুন লেগেছে। তবে আগুনের উৎস সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।

ঘটনাস্থলে উপস্থিত রয়েছে ফায়ার সার্ভিস, পুলিশ, সিআরটি, এপিবিএন।

বিকেল  ৫টা নাগাদ আগুন নিয়ন্ত্রণ সম্ভব হয়েছে। তবে তখনো সার্বিক বিষয়ে কাজ করছিলেন ফায়াস সার্ভিসের কর্মীরা।


সিলেট মেট্রোপলিটন পুলিশের সদস্যরা ভবনটিতে অবস্থানরত ব্যবসায়ী এবং ক্রেতাদেরকে নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়েছেন।

ব্যবসায়ীরা জানান, মার্কেটের ভবনটিতে তিনটি ব্যাংক ও প্রায় অর্ধশত দোকান আছে। এছাড়াও বেশ কিছু গুদাম আছে।

ফায়ার সার্ভিস সিলেটের স্টেশন অফিসার বেলাল হোসেন জানান, 'ফায়ার সার্ভিস কাজ করছে। আগুন অনেকটা নিয়ন্ত্রণে আছে।'

সিলেট কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মাহমুদ বলেন, নিচ তলায় অবস্থানরত ব্যবসায়ী ও মার্কেটে আসা ক্রেতারা জালালাবাদ হাউস মার্কেটের ৩য় তলা থেকে হঠাৎ ধোঁয়া দেখতে পান। এ সময় আতঙ্কিত হয়ে ছোটাছুটি করতে থাকেন অনেকেই। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।


এসই/০২