সিলেট মিরর ডেস্ক
এপ্রিল ১৮, ২০২৩
০৪:২২ অপরাহ্ন
আপডেট : এপ্রিল ১৮, ২০২৩
০৪:২২ অপরাহ্ন
সিলেটস্থ দিরাই এসোসিয়েশনের সাধারণ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নগরের একটি অভিজাত রেস্টুরেন্টে বৃহস্পতিবার অনুষ্ঠিত সাধারণ সভা ও ইফতার মাহফিলে সংগঠনের উপদেষ্টা পরিষদ, কার্যকরি পরিষদ সহ সকল সদস্যবৃন্দ অংশগ্রহন করেন।
কোরআন তেলওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি বিশিষ্ট ব্যাংকার মো. রাব্বী কামাল চৌধুরী। কোষাধ্যক্ষ মো. সাখাওয়াত চৌধুরীর পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মো. সুমন চৌধুরী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপদেষ্টা পরিষদের সদস্য সিলেট উইমেন্স মেডিকেল কলেজের নাক-কান-গলা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মাশুকুর রহমান চৌধুরী, সদস্য গুলজার আহমেদ, সহসভাপতি আইনজীবী সুয়েব আহমদ চৌধুরী, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের প্রফেসর ড. মো. সাইফুল ইসলাম, এমসি কলেজের গণিত বিভাগের সহযোগী অধ্যাপক প্রবীর রায়।
সভাপতির বক্তব্যে মো. রাব্বি কামাল চৌধুরী সংগঠনকে আরও গতিশীল করতে সকল পর্যায়ের সদস্যদের আন্তরিক সহযোগিতা কামনা করেন। ইফতার পূর্বে অনুষ্ঠিত বিশেষ মোনাজাতে দেশের সার্বিক কল্যাণ ও সকলের মঙ্গল কামনা করা হয়।
এএন/০১