সিলেটের কোম্পানীগঞ্জে স্বস্তির বৃষ্টি

কবির আহমদ, কোম্পানীগঞ্জ


এপ্রিল ১৮, ২০২৩
০২:২৭ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ১৮, ২০২৩
০৪:০৫ পূর্বাহ্ন



সিলেটের কোম্পানীগঞ্জে স্বস্তির বৃষ্টি
জনমনে স্বস্তি


তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা। স্ববিরতা স্বাভাবিক দিনযাপনে। টানা কয়েক দিনের তীব্র তাপদাহে অতিষ্ট মানুষের চোখ ঘুরে ফিরে আকাশে বৃষ্টির খোঁজে। কিন্তু প্রতীক্ষা শুধু বাড়ছিলই। অবশেষে সিলেটের সীমান্তবর্তী কোম্পানীগঞ্জ উপজেলায় হঠাৎ নামলো বৃষ্টি। তীব্র গরমে হাঁসফাঁস করা মানুষ পেলেন স্বস্তির পরশ। 

আজ সোমবার (১৭ এপ্রিল) রাতে রাত ৮টা ৫০ মিনিটের দিকে প্রথমে হালকা বাতাস,  মুহুর্মুহু বজ্রপাত এবং পরে বৃষ্টি শুরু হয়। সময়ের সঙ্গে বাড়তে থাকে বাতাসের গতি। মুহূর্তে শীতল হাওয়ায় স্বস্তি নামে জনমনে । রাত ১০টার দিকে নামে শিলা বৃষ্টি।

হঠাৎ বৃষ্টিতে স্বস্তির কথা কথা জানালেন কোম্পানীগঞ্জের নয়া গাঙের পাড়ের বাসিন্দা এহসানুল হক পারভেজ। সরকারি চাকুরির সুবাদে ঢাকায় বসবাস করা পারভেজ ছুটি নিয়ে আজই সিলেট এসেছেন। নিজের প্রতিক্রিয়ায় বলেন, ‘ঈদের ছুটতে বাড়িতে এসেছি। গত কয়েক দিন ধরে গরমে রোজা রাখাও দুষ্কর হয়ে পড়েছিল। আজকের বৃষ্টিতে স্বস্তি ফিরে এসেছে। সিলেট থেকে ঢাকায় গরম বেশি। হঠাৎ করে বৃষ্টি আর শীতল বাতাসে গা জুড়িয়ে যাচ্ছে।’

সিলেট আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ শাহ মোহাম্মদ সজিব হোসেন বলেন, ‘আগেই বৃষ্টির আভাস দেওয়া ছিল। কোম্পানীগঞ্জসহ বেশ কয়েক জায়গায় বৃষ্টি হচ্ছে। সিলেট নগর ও আশপাশ এলাকায় বৃষ্টির জোর সম্ভাবনা আছে। আগামী এক ঘণ্টার মধ্যে বৃষ্টি শুরু হতে পারে।'


এএফ/০৭