সিলেট মিরর ডেস্ক
এপ্রিল ১৭, ২০২৩
০৮:৪২ অপরাহ্ন
আপডেট : এপ্রিল ১৭, ২০২৩
০৮:৪২ অপরাহ্ন
বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস আলী নিখোঁজের ১১ বছর পূর্ণ হচ্ছে আজ সোমবার। এর আগে গতকাল রবিবার তাঁর সন্ধানের দাবিতে বিক্ষোভ মিছিল, সরকার বরাবরে স্মারকলিপি প্রদান ও দোয়া মাহফিল করেছে সিলেট জেলা বিএনপি।
সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, ‘আমরা সিলেট জেলা বিএনপি বিশ্বাস করি আমাদের নেতা গুম হলেও একদিন তিনি আমাদের কাছে ফিরে আসবেন। সেই বিশ্বাস থেকে আমরা জেলা কমিটিতে তাঁকে রেখেছি।’ দেশে গুম সংস্কৃতি শুরু হয়েছে অভিযোগ করে তিনি বলেন, ‘অন্তত সাড়ে ছয় শ নেতাকর্মী গুম হয়েছেন। ইলিয়াস আলীসহ আমাদের সিলেটের চারজন গুম হয়েছেন। আমরা মনে করি গুম, নির্যাতন, হত্যা করে বর্তমান অনির্বাচিত সরকার পার পাবে না।’
২০১২ সালের ১৭ এপ্রিল রাতে ঢাকার বনানী থেকে নিখোঁজ হন ইলিয়াস ও তাঁর ব্যক্তিগত গাড়িচালক আনসার আলী। উদীয়মান তরুণ রাজনীতিবিদ ইলিয়াসের নিখোঁজ হওয়ার কারণ আজও জানাতে পারেনি কেউ। অবশ্য সরকার তাঁকে গুম করে রেখেছে—এমন অভিযোগ করে আসছে বিএনপি।
ইলিয়াস নিখোঁজের দুই বছর পূর্তির এক দিন আগে তাঁর স্ত্রী তাহসিনা রুশদী লুনার অভিষেক হয় সিলেট বিএনপির রাজনীতিতে। পুরনো কমিটি ভেঙে দিয়ে নতুন কমিটিতে ১ নম্বর সদস্য করা হয়েছিল লুনাকে। সূত্র: কালের কন্ঠ
এএফ/০৮