সিলেট মিরর ডেস্ক
এপ্রিল ১৭, ২০২৩
০৬:৩৩ অপরাহ্ন
আপডেট : এপ্রিল ১৭, ২০২৩
০৮:৫৭ অপরাহ্ন
সিলেটের দক্ষিণ সুরমার কদমতলীতে ফল বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
আজ সোমবার (১৭ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে সিলেট ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আধা ঘণ্টার মাথায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
কদমতলী ফল বাজারের ব্যবসায়ী রাজেশ রায় বলেন, বাজারের দ্বিতীয় তলার ছাদের উপরে রাখা ফলের ক্যারেটে (প্লাস্টিকের ঝুড়ি) অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে তাঁরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণ করেন।
সিলেট ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম ভূঞা অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আজ দুপুর সাড়ে ১২টার দিকে ফায়ার সার্ভিস খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের প্রচেষ্টায় বেলা একটার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে।’ তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এবং আগুনের উৎসের বিষয়টি তদন্ত সাপেক্ষা বলা যাবে বলে তিনি জানান।
এএফ/০৭