নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ১৭, ২০২৩
০৬:২৯ পূর্বাহ্ন
আপডেট : এপ্রিল ১৭, ২০২৩
০৫:৪০ অপরাহ্ন
সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন নিয়ে সিলেট ফিরছেন মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী।
আজ সোমবার (১৭ এপ্রিল) বেলা ২ টা ৩৫ মিনিটে তিনি সিলেট ওসমানী বিমানবন্দরে পৌঁছার কথা রয়েছে তার। দলের সূত্রে গণমাধ্যমকে এমনটাই জানানো হয়েছে।
শনিবার (১৫ এপ্রিল) গণভবনে দলের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে আনোয়ারুজ্জামান চৌধুরীকে দলীয় মনোনয়ন দেওয়া হয়। এরপর গতকাল রবিবার সকাল ১০টায় আনোয়ারুজ্জামান গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার দোয়া নেন এবং তাঁকে ফুলেল শুভেচ্ছো জানান। এরপর তিনি টুঙ্গিপাড়ায় গিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারত করেন।
আজ সিলেট ফিরলে বিমান বন্দরে তাকে সংবর্ধনা জানাবেন দলের নেতাকর্মীরা। এজন্য বড় প্রস্তুতি নিচ্ছেন তারা।
এএফ/০২