নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ১৭, ২০২৩
০৩:৪৮ পূর্বাহ্ন
আপডেট : এপ্রিল ১৭, ২০২৩
০৩:৫৬ পূর্বাহ্ন
ঘন ঘন লোডশেডিংয়ের প্রতিবাদে এবং বিদ্যুতের দাবিতে সিলেট নগরের নয়াসড়ক এলাকায় রাস্তা অবরোধ করেন বিক্ষুব্ধ জনতা। তারা এসময় বিদ্যুতের দাবিতে স্লোগান দিতে থাকেন।
আজ রবিবার (১৬ এপ্রিল) রাত ১১টা ১০ মিনিটের দিকে ব্যস্ততম নয়া সড়ক পয়েন্ট এলাকায় সড়ক অবরোধ করা হয়। পনের মিনিটের মতো সড়ক অবরোধ ছিল।
নয়া সড়কের বাসিন্দা নাহিদ আহমদ ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘ইফতারের পর বিদ্যুৎ গিয়েছিল রাত এগারোটা পর্যন্ত বিদ্যুতের খবর নেই। মাঝখানে ১০ মিনিটের জন্য বিদ্যুৎ দিয়েছিল। গরমের মধ্যে মরার অবস্থা হয়েছে।’
এএইফ/১০