নির্বাচনে নিজের প্রার্থী হওয়া নিয়ে যা বললেন মেয়র আরিফ

নিজস্ব প্রতিবেদক


এপ্রিল ১৬, ২০২৩
০৯:২৩ অপরাহ্ন


আপডেট : এপ্রিল ১৭, ২০২৩
০৬:৩০ পূর্বাহ্ন



নির্বাচনে নিজের প্রার্থী হওয়া নিয়ে যা বললেন মেয়র আরিফ


যুক্তরাজ্যে ১৪ দিনের সফর শেষ করে দেশে ফিরেছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। বিএনপির নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্তে তিনি সিসিক নির্বাচনে লড়বেন কিনা তা নিয়ে আলাদা কৌতুহল তৈরি হয়েছে। দেশে ফিরে তিনি এ নিয়ে খোলাসা না করে রহস্যই রেখে দিলেন। বললেন, ‘খুব অল্প সময়ের মধ্যে আমি বিষয়টি খোলাসা করব।’

আজ রবিবার (১৬ এপ্রিল) বেলা দুইটার দিকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আরিফুল হক। এসময় দলের নেতাকর্মীরা শত শত মোটরসাইকেল ও গাড়িবহর নিয়ে তাকে বিমানবন্দরে স্বাগত জানান। 

দেশে পৌছে সাংবাদিকদের আরিফুল হক বলেন, ‘আপনারা জানেন আমার দল বর্তমান সরকারের অধিনে কোনো নির্বাচনে যাচ্ছে না। আমি আমার এলাকার, সিলেটের মানুষের এবং দলের নেতাকর্মীদের সঙ্গে এ বিষয়টি নিয়ে আলোচনা করব।’

নির্বাচনে অংশ নেবেন কিনা এমন প্রশ্নে তিনি বলেন, ‘আমি আগেও বলেছি, একটা সিগন্যাল আছে। পরিবেশ পরিস্থিতি বুঝে খুব অল্প সময়ের ভেতর আমি আপনাদের, গণমাধ্যমকে ডেকে খোলাসা ভাবেই আমি আমার যেটা সিগন্যাল আছে সেটা জানিয়ে দেবো। এক্ষেত্রে আমি সিলেটের মানুষের আশা-আকাঙ্খার প্রতিও শ্রদ্ধা রাখব, আবার দলের সিদ্ধান্তের প্রতিও শ্রদ্ধা রাখব।’ 

সিলেট ফেরার আগে লন্ডন থেকে আজ সকালে সরাসরি ঢাকায় আসেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। সেখানে তিনি দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাত করেন। এরপর বিমানযোগে সিলেট আসেন। দুপুরে বিমানবন্দরে তাকে দলের নেতাকর্মীরা সংবর্ধনা প্রদান করেন।

সিটি নির্বাচনের প্রার্থী হচ্ছেন কী না এ নিয়ে আলোচনার মধ্যে তফসিল ঘোষণার আগের দিন ২ এ্রপ্রিল  হঠাৎ লন্ডন সফরে যান আরিফুল হক চৌধুরী। সেখানে তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন।

আগামী ২১ জুন অনুষ্ঠিতব্য সিটি নির্বাচনে আরিফ প্রার্থী হবেন কী-না এ নিয়ে সিলেটে জোর গুঞ্জন চলছে। দলের নেতাকর্মীরে পাশাপাশি এ নিয়ে নগরবাসীরও সমান কৌতুহল রয়েছে।


এএফ/০৬