ফিরলেন মেয়র আরিফ, নেতাকর্মীদের বিশাল শো-ডাউন

নিজস্ব প্রতিবেদক


এপ্রিল ১৬, ২০২৩
০৭:৩৩ অপরাহ্ন


আপডেট : এপ্রিল ১৭, ২০২৩
০১:১২ পূর্বাহ্ন



ফিরলেন মেয়র আরিফ, নেতাকর্মীদের বিশাল শো-ডাউন


যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরেছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আরিফুল হক চৌধুরী। শত শত মোটরসাইকেল ও গাড়ি নিয়ে বিমানবন্দরে তাকে স্বাগত জানিয়েছেন দলের নেতাকর্মীরা। তবে নির্বাচনে দাঁড়াবেন কিনা এ বিষয়ে কিছু না বলে রহস্যই রেখেছেন আরিফুল হক।

আজ রবিবার (১৬ এপ্রিল) দুপুর ২টার দিকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান।

এসময় বিমানবন্দরে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত হয়ে মেয়র আরিফুল হক চৌধুরীকে স্বাগত জানান। পরে বিশাল মোটর শোভাযাত্রায় তাকে স্বাগত  জানিয়ে নগরে নিয়ে আসা হয়। যদিও জেলা ও মহানগর বিএনপির শীর্ষ নেতাদের কাউকে বিমানবন্দর দেখা যায়নি। 

এর আগে আজ সকাল ১০টায় লন্ডন থেকে ঢাকা এসে পৌঁছান আরিফুল হক চৌধুরী। ঢাকায় নেমেই দলীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে দেখা করার কথা ছিল আরিফের। কিন্তু এ সম্পর্কে এখনও বিস্তারিত কিছুই জানা যায়নি।


আরসি-০/এএফ-০৪