মেয়র আরিফুল হক দেশে ফিরছেন আজ

নিজস্ব প্রতিবেদক


এপ্রিল ১৬, ২০২৩
০৪:২৮ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ১৬, ২০২৩
০৪:৩১ পূর্বাহ্ন



মেয়র আরিফুল হক দেশে ফিরছেন আজ

সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী আজ দেশে ফিরছেন। 

আজ রবিবার (১৬ এপ্রিল) বেলা ২টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে  এসে পৌঁছার কথা তাঁর।

বিষয়টি সিলেট মিরর-কে নিশ্চিত করেছেন মেয়র আরিফুল হকের একান্ত সহকারী সচিব সুহেল আহমদ।

তিনি বলেন, ‘রবিবার বেলা ২টায় তিনি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছবেন। এর আগে সকালে তিনি যুক্তরাজ্য থেকে ঢাকায় এসে পৌঁছাবেন।’

প্রায় পক্ষকাল ব্যাপী সফরে গত ২ এপ্রিল সিলেট থেকে লন্ডনের উদ্দেশ্যে রওয়ানা দেন আরিফুল হক। সেখানে তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ ছাড়াও দলের বিভিন্ন অনুষ্ঠানে যোগদান করেন।


এএফ/০১